Rajnikanth’s ‘Annaatthe’: দিওয়ালিতে বোমা ফাটাতে প্রস্তুত হচ্ছেন থালাইভা! বাড়ছে উন্মদনার পারদ

থালাইভার বায়োপিক নিয়ে ফ্যানের আর্তি বাড়ছিল দিনে দিনে। তবে এবার হয়তো সে অপেক্ষারও অবসান হতে চলেছে।

Rajnikanth's 'Annaatthe': দিওয়ালিতে বোমা ফাটাতে প্রস্তুত হচ্ছেন থালাইভা! বাড়ছে উন্মদনার পারদ
রজনী।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 6:19 PM

‘থালাইভা’— এক নামে তাঁকে চেনে আট থেকে আশি। বাঁকা ঠোটের হাসি, ভুরু নাচিয়ে সংলাপ, সানগ্লাস শূন্যে ভাসানো, কিংবা সিগারে হাওয়ায় ছুঁড়ে মুখে নেওয়া—এ সব তাঁর ‘বাঁয়ে হাত কা খেল’! শিবাজি রাও গাইকাওয়াড ওরফে রজনীকান্ত (Rajnikanth)। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম এক সাফল্যের গল্পগাঁথা রয়েছে তাঁকে ঘিরে। রজনীকান্তের ছবি মানে একরাশ উচ্ছ্বাস। ভক্তদের উত্তেজনার পারদ তখন ঊর্ধ্বগামী। কোভিডের কারণে একাধিক ফিল্মের মুক্তি পিছিয়ে যায় এবং বড় পর্দায় তাঁদের প্রিয় তারকাদের দেখার জন্য এক দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল। তবে, দেখে যা মনে হচ্ছে রজনীকান্তের ফ্যানেরা দীর্ঘশ্বাস ফেলতে পারেন। কারণ?

রজনীকান্ত অভিনীত পরবর্তী ছবি ‘আন্নাথে’ দিওয়ালিতে মুক্তি পেতে চলছে। চলতি বছর ৪ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবি। দিওয়ালিতে ছবি মুক্তির ঘোষণা জানুয়ারি মাসে নিয়েছিলেন নির্মাতারা।কিন্তু করোনার  দ্বিতীয় ওয়েভের কারণে অনিশ্চিত ছিল সবকিছু।

তবে এখন সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। এও শোনা যাচ্ছে যে শীঘ্রই প্রথম লুক প্রকাশিত হবে। ছবিটি পরিচালনা করেছেন সিভা এবং অন্যতম প্রতীক্ষিত ছবি হতে চলেছে ‘আন্নাথে’। রজনী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কীর্থি সুরেশ, নয়নতারা, মীনা, কুশবু, প্রকাশ রাজ, সতীশ, সুরি, জর্জ মেরিয়ান।

অন্যদিকে থালাইভার বায়োপিক নিয়ে ফ্যানের আর্তি বাড়ছিল দিনে দিনে। তবে এবার হয়তো সে অপেক্ষারও অবসান হতে চলেছে। তামিল পরিচালক এন. লিঙ্গুস্বামী (N. Lingusamy) নিজে ‘থালাইভা’র ডাই হার্ড ফ্যান। সম্প্রতি তিনি বায়োপিক করার ইচ্ছাপ্রকাশ করেছেন রজনীকান্তের কাছে। এবং এও বলেছেন ‘থালাইভা’র বায়োপিকে মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় তামিল অভিনেতা এবং রজনীকান্তের বড়জামাই ধনুষ (Dhanush)।

আরও পড়ুন Ananya Panday: নীল সমুদ্র সৈকতে অনন্যা গাইছেন কহো না পেয়ার হ্যাঁয়…কিন্তু কার জন্য?