মৌনী রায় এমন একজন বলি অভিনেত্রী, যিনি মহৎ উদ্দেশ্যের পাশে সবসময় পাশে দাঁড়িয়েছেন। ভয়াবহ মহামারী চলাকালীন, মৌনি দেশবাসীকে যথাসম্ভব সহায়তা করে চলেছেন। আবার তিনি এক ভিডিয়ো প্রকাশ করে প্রমাণ করলেন যে তিনি মানুষের দূর্দিনে তিনি রয়েছেন। পশ্চিমবঙ্গের মায়াপুরে চিকিৎসার অভাবে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। পশ্চিমবঙ্গের ছোট্ট শহরটি কীভাবে ভুগছে সে সম্পর্কে কথা বলতে তিনি একটি ভিডিয়ো করেন। কার্যকরী হাসপাতাল, অক্সিজেন সিলিন্ডারের অভাব, ডাক্তার এবং সম্পর্কিত চিকিৎসা না থাকায় পার্শ্ববর্তী অঞ্চলগুলি সহ বহু মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
আরও পড়ুন একাধিক বার পিছিয়েছে ছবি, শেষমেশ কবে রিলিজ করবে রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’?
মায়াপুরে ইসকন ফাউন্ডেশন একটি চিকিৎসা কেন্দ্র তৈরি করছে যা কোভিডে আক্রান্তদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করবে। মৌনী রায় এই মহৎ উদ্দেশ্যে ইসকন ফাউন্ডেশনে তার সামর্থ অনুযায়ী অনুদান দিয়েছেন। তিনি তাঁর ভিডিয়োতে অনুরাগীদের এবং অনুগামীদের ইস্কন ফাউন্ডেশনের সাহায্যার্থে অনুদান দেওয়ার জন্য অনুরোধও করেন। তিনি বলেন, মানুষ যত বেশি এগিয়ে আসবে এবং এই মহৎ উদ্দেশ্যে দান করবে, মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিদের পক্ষে ততই মঙ্গল। মৌনি রায় মনে করেন যে মানুষ হিসাবে আমাদের এই মহামারীর সময়ে একে অপরকে যে ভাবে সম্ভব সাহায্য করা আমাদের প্রাথমিক কর্তব্য।
সম্প্রতি কোভিডের কঠিন সময়ে মানুষদের সহায়তার জন্য ‘গিভ ইন্ডিয়া ফাউন্ডেশন’-এ অনুদানও দিয়েছিলেন অভিনেত্রী মৌনী রায়। কর্মক্ষেত্রে, অভিনেত্রীর পাইপলাইনে রয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। মৌনি ছাড়া ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, এবং নাগর্জুন।