Kamal Haasan: দক্ষিণের সুপারস্টার কমল হাসান-এর কলকাতার অনুরাগীরা ‘গুরু’র জন্য কী করতে চলেছেন?

Kamal Haasan: চার বছর পর মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ছবি ‘বিক্রম’। অ্যাকশন থ্রিলার এই ছবি ৩ জুন মুক্তি পেয়েছে। ছবি এখনও পর্যন্ত সারা বিশ্বে ব্যবসা করেছে ২০০ কোটির উপর।

Kamal Haasan: দক্ষিণের সুপারস্টার কমল হাসান-এর কলকাতার অনুরাগীরা ‘গুরু’র জন্য কী করতে চলেছেন?
'বিক্রম' ছবিতে কমল হাসান
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 10:43 PM

সিনেমা নিয়ে পাগলামো রয়েছে সর্বত্র। তবে তা দক্ষিণ ভারতের মতো নয়। সেখানকার সিনেমা প্রেমীরা তাঁদের প্রিয় তারকার জন্য ভোর চারটেতে উঠে সিনেমা হলের সামনে ভিড় জমান। বিশেষ করে রজনীকান্তের কথা বলতেই হয়। একজন মারাঠি অভিনেতা কখন যে দক্ষিণের তারকা হয়ে ওঠেন, বোঝাই যায় না। শুধু ভালবাসাই পাননি রজনীকান্ত দক্ষিণ ভারত থেকে, তাঁর অনুরাগীরা সেখানে ‘গুরু’র নামে তৈরি করেছেন মন্দিরও। কলকাতাতেও সিনেমা নিয়ে রয়েছে উন্মাদনা। এখানেও মানুষ সিনেমা প্রেমী। তাঁরাও নিজেদের প্রিয় তারকার জন্য মন্দির তৈরি করেছেন। বলিউডের ভগবান অমিতাভ বচ্চনের নামে সুস্টিয়াতে একটি মন্দির রয়েছে। এমনিতে অমিতাভের সঙ্গে বাংলা একটা যোগসূত্র রয়েছে। তিনি বাংলার জামাই। তবে তারও আগে এই কলকাতাতেই তিনি চাকরিসূত্রে থাকতেন। আবার এখানেই তাঁর আওয়াজকে রেডিয়োর যোগ্য নয় বলে দেওয়া হয়েছিল।

কিন্তু একজন দক্ষিণ ভারতীয় সুপারস্টারের জন্য মন্দির, নাহ এর আগে কেউ দেখেওনি কলকাতায়, হয়তো ভাবেওনি। তাই বলে বাংলায় ভক্ত নেই, এমন নয়। তিনি কমল হাসান (Kamal Haasan)। দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা। বাংলা ছবিও করেছেন। মালা সিনহার সঙ্গে ‘কবিতা’ ছবিতে তাঁকে পাওয়া যায়। এবার কমল হাসানের জন্য কলকাতায় মন্দির হতে চালেছে। সূত্রের খবর অন্তত এমনটাই দাবি করছে।

চার বছর পর মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ছবি ‘বিক্রম’। অ্যাকশন থ্রিলার এই ছবি ৩ জুন মুক্তি পেয়েছে। ছবি এখনও পর্যন্ত সারা বিশ্বে ব্যবসা করেছে ২০০ কোটির উপর। তাঁর ছবির এই সাফল্যে খুশি তাঁর ভক্তকুল। সেই তালিকায় কলকাতার অনুরাগীরাও আছেন। ‘গুরু’ একে তো এতদিন এসেছে, তার উপর এসেই পেয়েছে সাফল্য। কমল হাসানের ছবির সঙ্গেই একইদিনে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বিরাজ’। এই ছবি দিয়ে বিশ্বসুন্দরী মানুসী চিল্লার বলিউডে ডেবিউ করলেন। কিন্তু অক্ষয়ের ছবি বক্স অফিসে কোনও ম্যাজিক দেখাতে পারেনি। উল্টে কমল হাসানের ‘বিক্রম’ পেয়েছে বিশাল সাফল্য।

সেই সাফল্যকে উদযাপন না করলে কি হয়? তাই কমল হাসানের অগণিত ভক্তরা ঠিক করেছেন, কমল হাসানের নামে একটি মন্দির তৈরি হবে কলকাতাতে। অর্থাৎ রজনীকান্তের পর কমল হাসান হবে দ্বিতীয় অভিনেতা, যিনি তামিল ভাষী হয়েও কলকাতায় নিজের জায়গা তৈরি করেছিয়েছেন। অমিতাভ বচ্চনের নাম তালিকায় না রাখার কারণ, এক, তিনি সর্বভারতীয় অভিনেতা, দুই তাঁর সঙ্গ বাংলা একটা টান বহু বছর ধরে রয়েছে। কিন্তু কমল হাসানের ক্ষেত্রে বিষয়টা একেবারে অন্যরকম। বাংলা যোগাযোগ তেমন না থাকা সত্ত্বেও তাঁর ভক্তকুল যে রয়েছেন এখানে তা প্রমাণিত। ‘বিক্রম’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিল সহ কালিদাস জয়রাম, নারাইন, অ্যান্টনি ভার্গিস এবং অর্জুন দাস। ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের আর একটা তাকরা সুরিয়া। ছবির সাফল্যের পর শোনা যাচ্ছে বিক্রম ২ আর ৩-ও হতে পারে।