শহর কলকাতার বুকে তেমন তাণ্ডব চালাতে পারেনি ইয়াস। কিন্তু অতি তীব্র ঘূর্ণিঝড়ের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা। দুই জেলার অসংখ্য বাসিন্দাদের ভিটে-মাটি ও মাথার ছাদ কেড়ে নিয়েছে জলের প্লাবন। এই পরিস্থিতিতে আর্ত এবং অসহায়দের পাশে দাঁড়ালেন গায়িকা ইমন চক্রবর্তী।
ইয়াসের তাণ্ডবের পর দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালেই নিজের টিম এবং সঙ্গীত প্রতিষ্ঠানের বেশ কয়েকজনকে গায়িকা পৌঁছে তমলুক অঞ্চলে রূপনারায়ণের ধারে। নদী গ্রাস করেছে লোকালয়। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। বহু মানুষ গৃহহীন। টিভিনাইন বাংলাকে ইমন জানালেন, “মারাত্মক অবস্থা। কলকাতায় বসে হয়তো সেটা বোঝা সম্ভব নয়। চারিদিকেই ভয়াবহ পরিস্থিতি। এক ভদ্রলোকের গোটা বাড়িটাই ভেঙে পড়েছে।”
আরও পড়ুন-‘অর্ধেক গান ডাব করে চালানো হয়’, রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম
ইমনের টিম যদিও সেই ভদ্রলোককে ইতিমধ্যেই অর্থসাহায্য করেছেন। এ ছাড়াও ওখানকার বেশ কিছু পরিবারে ত্রাণ বিলি করা হয়েছে বলেও খবর, ইমনের ঘনিষ্ঠ সূত্র থেকে। তবে ওখানকার পরিস্থিতি অনুযায়ী তা যে যথেষ্ট নয়, তা ফেসবুকে এক লাইভ ভিডিয়োর মাধ্যমেই জানিয়েছেন ইমন। যারা এই সময় বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে পারছেন না তাঁদের অন্তত অর্থসাহায্য করে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে শেয়ার করেছেন এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও। পরিস্থিতি প্রতিকূল, তবে সবার সহযোগিতা পেলেই তা যে কাটিয়ে ওঠা সম্ভব, এই বিশ্বাসেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার আহ্বান গায়িকার।