‘অর্ধেক গান ডাব করে চালানো হয়’, রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম

দিন কয়েক আগেই জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’ (indian idol)। কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি তাঁর।

'অর্ধেক গান ডাব করে চালানো হয়', রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম
সোনু নিগম
Follow Us:
| Updated on: May 26, 2021 | 11:24 PM

বিগত বেশ কিছু দিন ধরেই রিয়ালিটি শো নিয়ে চর্চা তুঙ্গে। এরই মধ্যে সোনু নিগমের এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেই সাক্ষাৎকারে সোনু বলেছিলেন বেশিরভাগ রিয়ালিটি শো’য়েই নাকি গান ডাব করে চালানো হয়।

পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু বলেন, “এমন অনেক শো আছে যেখানে গান ডাব করে চালানো হয়। কারণ প্রতিযোগীদের কোনও খারাপ পারফরম্যান্স প্রকাশ্যে আসুক তা তাঁরা চান না।” শুধু তাই নয় মিউজিক কোম্পানিগুলিকে একহাত নিয়ে তিনি বলেন, “তাঁরাই তো প্রযোজকদের নিজেদের গান চালাতে বলেন। ওই সব কোম্পানি শুধু নিজেদের শিল্পীদেরই প্রমোট করে। অন্যান্য শিল্পীরা সমানগুণ সম্পন্ন হলেও তাঁরা তাই করে থাকেন।”

আরও পড়ুন- মুনমুন সেনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স, ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়

দিন কয়েক আগেই জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’ (indian idol)। কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি তাঁর। বরং টাকার জন্য বাধ্য হয়ে চ্যানেলের কথা অনুযায়ী গান ভাল না লাগলেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করেছিলেন। আদিত্য পাল্টা বলেছিলেন, “অমিতজিকে সম্মান করেই বলছি, দু’ঘণ্টার মধ্যে একজন কিংবদন্তীকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা দমনে অল্প সদস্য নিয়ে শুট করছি। অল্প রিহার্সালের সুযোগ পেয়েছি। তাও ভাল শো উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। সপ্তাহের পর সপ্তাহ নতুন এপিসোড দেখাচ্ছি। যেখানে অন্য চ্যানেল পুরনো কনটেন্টই চালাচ্ছে।”

এখানেই তর্জা শেষ নয়, পরের এক স্পেশাল এপিসোডে যখন কুমার শানু অতিথি বিচারক হয়ে এসেছিলেন ওই শো’য়ে অমিত কুমারকে কার্যত কটাক্ষ করেই আদিত্য কুমার শানুকে বলেছিলেন, “স্যার, আপনি প্রতিযোগীদের প্রশংসা করছেন। আমি জানতে চাইব, এই প্রশংসা কি মন থেকে করলেন, নাকি আমাদের টিমের কোনও সদস্য আপনাকে প্রশংসা করতে বলেছেন?” আদিত্যর ওই মন্তব্যের পর পক্ষে-বিপক্ষে ঝড় উঠেছে।