Actress’s Death: তিন বছরের লড়াই শেষ, প্রয়াত পঞ্জাবের ‘হেমা মালিনী’

Actress's Death: অবশেষে শেষ হল তিন বছরের লড়াই। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী দলজিৎ কউর।

Actresss Death: তিন বছরের লড়াই শেষ, প্রয়াত পঞ্জাবের হেমা মালিনী
দলজিৎ কউর।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 18, 2022 | 1:15 PM

অবশেষে শেষ হল তিন বছরের লড়াই। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী দলজিৎ কউর। পঞ্জাবি ছবির পরিচিত মুখ ছিলেন তিনি। বৃহস্পতিবার পঞ্জাবের লুধিয়ানা জেলায় মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৯ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মস্তিষ্কে টিউমার হয়েছিল। গত এক বছর অবস্থার এতটাই অবনতি হয় যে, তিনি কোমায় চলে যান। কোনও হুঁশ ছিল না। তুতো ভাইয়ের বাড়িতেই চলে যান তিনি। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাঁর শেষ কৃত্য। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন তিনি। দিল্লির লেডি শ্রীরাম কলেজ  থেকে পড়াশোনা করেন। এ ছাড়াও তিনি একজন জাতীয় কবাডি ও হকি খেলোয়াড় ছিলেন।

এরপরেই যদিও তিনি মনোনিবেশ করেন অভিনয়ে। ১৯৭৬ সালে ‘দাজ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। বেশ কিছু হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। এর মধ্যে রয়েছে ‘পুত জত্তন দে’ , ‘মামালা গর্বর হ্যায়’এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রসঙ্গত, ভক্তরা অনেকেই তাঁর সঙ্গে হেমা মালিনী সাদৃশ্য খুঁজে পেতেন বলেই তাঁকে পঞ্জাবের হেমা মালিনীও বলা হত। তাঁর মৃত্যুতে শোক ভক্তমহলেও।