নাট্য অ্যাকাডেমির সভাপতির আসনে নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। একদিকে তাঁর অভিনয়। তবে কেবল মঞ্চে নয়। কথায় আছে, অভিনেতার প্রতিভা প্রকাশের নির্দিষ্ট মাধ্যম নেই। তিনি জলের মতো। তাঁকে যে পাত্রে দেবেন, সেই পাত্রেই আকার ধারণ করবেন। দেবশঙ্করও তেমনই এক শিল্পী। মঞ্চ, সিনেমা, সিরিয়াল, এমনকী সঞ্চালনা… সবেতেই দর্শকের মনের মণিকোঠায় প্রবেশ করেছেন। অন্যদিকে নাট্যকর্মীদের শুভচিন্তক হিসেবে নানা কাজ করেন, সমাজের কল্যাণে ছুটে যান। তিনিই এবার সভাপতির আসনে… চিরবিনয়ী দেবশঙ্কর হালদার কী বললেন TV9 বাংলাকে?
দেবশঙ্কর বলেছেন, “আমাদের নাট্য অ্যাকাডেমির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি পদে নির্বাচন করে ওঁরা। বড় দায়িত্ব তো বটেই। দেখা যাক কী করতে পারি, নাটকের ক্ষেত্রে কতখানি উন্নতি করতে পারি। নাট্য অ্যাকাডেমির নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো তাঁরা করেন। আমার কোনও মতামত থাকলে, সেগুলি বলব। সিনিয়র-জুনিয়র মিলিয়ে একটি বড় কমিটি রয়েছে। তাঁরাই সকলে মিলে ঠিক করেন। আমার কিছু অভিমত থাকলে, সেগুলি আমি নিশ্চয়ই বলব। নতুন ভাবনা এলে সেটা সকলকে জানাব। সবে মাত্র ঘোষণা হয়েছে। আমি যাব। গোটা বিষয়টা দেখব।”
নাট্য অ্যাকাডেমির সদস্য পদে রয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, মেঘনাদ ভট্টাচার্য, শেখর সমাদ্দারের মতো নাট্যব্যক্তিত্বরা। মোট ৪০জন সদস্য রয়েছেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা যুক্ত হয়েছেন অ্যাকাডেমির সঙ্গে। দেবশঙ্কর বলেছেন, “সকলকে নিয়ে চলতে হবে। আরও ভাল কাজ করতে হবে। আমি এতকাল ছিলাম না। এই দায়িত্ব অনেক বড়। যতক্ষণ না পালন করতে পারছি, ততক্ষণ যোগ্যতা প্রমাণ করতে পারব না।”
এই ধরনের দায়িত্ব এলে অনেক সময়ই শিল্পীদের নিজের শিল্পের জায়গা থেকে সরে আসতে হয়। কিন্তু দেবশঙ্কর আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “এই দায়িত্ব পালন করতে গেলে কোনও দায়ভার গ্রহণ করতে হয় না। এটা তো চাকরি নয়। সাম্মানিক পদ। তা ছাড়া, আমি অনেকরকম কাজ করেছি নাট্যজগতে। ওঁরা আমাকে ভরসা করে এই পদ দিয়েছেন। দেখা যাক।”
অপরাজিতা আঢ্যর সঙ্গে ধারাবাহিকে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। সেই সিরিয়ালের নাম ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। অপরাজিতার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর। চরিত্রে নাম দেবব্রত বণিক… ডাকনাম ‘দেবু’… যে নামে বাংলার বিনোদন চেনে তাঁকে। এই কথা বলতে গিয়ে TV9 বাংলার সঙ্গে রসিকতাও করেছেন দেবশঙ্কর।
একটি নন-ফিকশন টক শোতে সঞ্চালনা করতেন দেবশঙ্কর হালদার – ‘হ্যাপি পেরেন্টস ডে।’ শোটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বাবা-মাকে নিয়ে শো। অংশ নিয়েছেন তারকা থেকে আমজনতা। শোয়ের দুটি সিজ়ন সম্প্রচার হয়ে গিয়েছে। তৃতীয় সিজ়ন আসার কথা। কণ্ঠে উচ্ছ্বাস ভরে দেবশঙ্কর বলেছেন, “তৃতীয় সিজ়ন তো আসবে। সেই সম্ভাবনা প্রবল। আবার হবে শোটি।”