Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: মুকেশ অম্বানিকে জড়িয়ে ধরলেন দীপিকা, পাশে শাশুড়ি, নেটিজেনরা বললেন…

Mukesh Ambani: মণীশ মালহোত্রার তারকাখচিত ফ্যাশন শো-য়ে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, মুকেশ অম্বানির মতো তারকারা। হাজির ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাটও।

Bollywood Gossip: মুকেশ অম্বানিকে জড়িয়ে ধরলেন দীপিকা, পাশে শাশুড়ি, নেটিজেনরা বললেন...
মুকেশ অম্বানিকে জড়িয়ে ধরলেন দীপিকা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2023 | 6:42 PM

মণীশ মালহোত্রার তারকাখচিত ফ্যাশন শো-য়ে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, মুকেশ অম্বানির মতো তারকারা। হাজির ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাটও। মঞ্চে একসঙ্গে রণবীর ও আলিয়া র‍্যাম্পে হাঁটলেও, দীপিকা ছিলেন দর্শকাসনে। সেখানেই মুকেশ অম্বানিকে দেখামাত্রই সৌজন্য বিনিময় করতে দেখা যায় বলিউডের এই প্রথম সারির নায়িকাকে। জড়িয়ে ধরেন মুকেশকে। পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকার শাশুড়ি মা অর্থাৎ রণবীর সিংয়ের মা অঞ্জু ভবানী। মুহূর্ত ভিডিয়ো আকারে বন্দী হয় ফটোশিকারিদের কাছে। আর তারপরেই একের পর এক মিম ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুকেশের সঙ্গে দীপিকার একপ্রস্থ কথাবার্তাও হয়। ওদিকে আবার তাঁদের কথোপকথন শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন অঞ্জু। নেটিজেনদের রসিক মন্তব্য, “মুকেশের কত সৌভাগ্য”। কেউ কেউ আবার শাশুড়ির মুখভঙ্গি নিয়ে বানিয়েছেন মজার মিম।

এই মুহূর্তে দীপিকার হাতে একগুচ্ছ কাজ। প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে তাঁকে। যদিও সম্প্রতি ‘প্রজেক্ট’কে’র নাম পরিবর্তন হয়েছে। নতুন নাম ‘কল্কি ২৮৯৮ এডি’। এ ছাড়াও দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে। ওই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন হৃতিক রোশন।