Eid 2023: ঈদে ‘বিতর্কিত’ পোস্ট! বড় মূল্য চোকাতে হল বরখাস্ত হওয়া সেই IAS অফিসারকে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 01, 2023 | 10:26 AM

Eid 2023: অভিষেক সিংকে চেনেন? বরখাস্ত হওয়া সেই অফিসার যিনি একাধারে অভিনেতাও। সম্প্রতি ইদ উপলক্ষে একটি পোস্ট করার কারণে বড় মূল্য দিতে হল তাঁকে।

Eid 2023: ঈদে বিতর্কিত পোস্ট! বড় মূল্য চোকাতে হল বরখাস্ত হওয়া সেই IAS অফিসারকে
ইদের দিনে 'বিতর্কিত' পোস্ট!

Follow Us

 

 

অভিষেক সিংকে চেনেন? বরখাস্ত হওয়া সেই অফিসার যিনি একাধারে অভিনেতাও। সম্প্রতি ইদ উপলক্ষে একটি পোস্ট করার কারণে বড় মূল্য দিতে হল তাঁকে। সেই ‘খেসারত’-এর কথা সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিষেক। ইদের দিন মাথায় ফেজ টুপি পরে একটি পোস্ট করেছিলেন তিনি। একই সঙ্গে লিখেছিলেন এক দীর্ঘ পোস্ট। তিনি লেখেন, “এই ইদে বখরি ইদ না পালন করে চলুন সবাই মিলে রকম ইদ পালন করি।” একই সঙ্গে তিনি আরও যোগ করেন, “আমরা বিশ্বের সবচেয়ে সহনশীল, প্রেমময় ও মুক্তমনা মানুষ। আমি বিশ্বাস করি পরিবর্তনের জন্য আমাদের আরও যুব নেতার প্রয়োজন। এই নেতাদের সাধারণ আলফা থেকে সরে আসা উচিৎ। এমন নেতাদের আসা উচিৎ যাঁদের ধর্মনিরপেক্ষ দৃষ্টি রয়েছে। ভারতই একমাত্র দেশ যেখানে সকলে ধর্মনিরপেক্ষ ভাবে উৎসব পালন করে থাকে। ইদ মুবারক।”এর পরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। উভয় ধর্মের মানুষেরই চক্ষুশূল হতে হয় অভিষেক। এর পরেই অভিষেক জানান, এই পোস্টের পর প্রায় ১ লক্ষ অনুরাগী হারিয়েছেন তিনি।

অভিষেক কেন সাময়িক ভাবে বহিষ্কৃত? পড়াশোনায় তুখোড় অভিষেক ২০১১ সালে আইপিএস অফিসার হিসেবে যোগ করেন। সব ভালই চলছিল। কিন্তু গত বছর গুজরাতের বিধানসভা নির্বাচনের সময় তাঁকে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়। সে সময় তিনি সরকারি গাড়ির সঙ্গে নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। যা নির্বাচন কমিশনের নিয়মের বাইরে। এর পরেই এ নিয়ে তীব্র বিতর্ক হয়। এরই পাশাপাশি বিনা নোটিশে ৮২ দিন কাজে যোগদান না করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এর পরেই উত্তরপ্রদেশ সরকার তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে। যদিও তাতে অভিষেক থেমে যাননি। ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। হাতে রয়েছে বেশ কিছু অফার।

 

Next Article