৫০ শতাংশ দর্শকাসন নিয়ে খুলছে প্রেক্ষাগৃহ! আশার আলো দেখছে ফিল্ম ডিস্ট্রিবিউটর

Reopening of cinemahalls: আশা করা হচ্ছে মহারাষ্ট্রে দর্শকদের জন্য সিনেমাহলের দরজা অগাস্টের প্রথম সপ্তাহ থেকে আবার খোলা হবে।

৫০ শতাংশ দর্শকাসন নিয়ে খুলছে প্রেক্ষাগৃহ! আশার আলো দেখছে ফিল্ম ডিস্ট্রিবিউটর
৫০ শতাংশ আসন সংখ্যায় খুলে ছিল প্রেক্ষাগৃহ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 12:38 PM

দারুণ এক সুখবর! লকডাউন চলাকালীন আর্থিক আঘাতের শিকার হওয়া ফিল্ম ডিস্ট্রিবিউটরদের জন্য  সত্যিই এ যেন বিরাট সুসংবাদ। আগামী সোমবার থেকে ৫০ শতাংশ দর্শকাসন বরাদ্দ রেখে প্রেক্ষাগৃহ পুণরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। শনিবার সন্ধ্যায় এই ঘোষণার সঙ্গে-সঙ্গে ফিল্ম প্রদর্শকদের যেন প্রাণ ফিরে এল। মহারাষ্ট্রের অন্যতম প্রধান ফিল্ম ডিস্ট্রিবিউটর অক্ষয় রাঠি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ দিল্লি সরকারের ৫০% দর্শকাসন নিয়ে সিনেমাহল পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত। আমরা আশাবাদী যে মহারাষ্ট্র, যা হিন্দি ফিল্ম ফ্র্যাটারনিটির হোম স্টেট হিসাবে বিবেচিত, এই সিদ্ধান্তকে অনুসরণ করে এবং সারা দেশে ফিল্ম প্রদর্শনীর চাকাগুলি চলতে শুরু করার অনুমতি দেযবে। কার্যত তাঁদের এখন পর্যন্ত কোনও অর্থনৈতিক ত্রাণ দেওয়া হয়নি, রাজ্যের সিনেমাগুলি তাঁদের নিজের রুজি-রুটি উপার্জনের অধিকার যেন মেলে!”

বিহারের একজন বিশিষ্ট ডিস্ট্রিবিউটর কিশান দামানি বলেছেন, “আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বড় উৎসাহ…। অগাস্টে মুম্বইকে অনুমতি দেওয়া হলে থিয়েটারগুলো আবার ফিরে আসবে। আশা করা যয়, মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহগুলি চালু হলে অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ ১৫ অগাস্ট  মুক্তি পেতে পারে।”

প্রযোজক ও ফিল্ম বিজনেস গিরিশ জোহর বলেছেন, “এটি একটি খুব ইতিবাচক পদক্ষেপ, অবশ্যই আত্মবিশ্বাস ফিরিয়ে আনল এবং এটি একটি বিশাল মরাল বুস্টার। আপাতত মহারাষ্ট্র উদ্বোধন করতে চলেছে ও তারপর আমরা আশা করি শিগগিরই এটি সারা দেশে ফিল্ম ব্যবসা এবং ফিল্ম দর্শকদের জন্য একটি সবুজ সংকেত হতে চলেছে ” আশা করা হচ্ছে মহারাষ্ট্রে দর্শকদের জন্য সিনেমাহলের দরজা অগাস্টের প্রথম সপ্তাহ থেকে আবার খোলা হবে।

আরও পড়ুন Jennifer Lopez: প্রাক্তন সম্পর্ক ফের সজীব! ১৭ বছর পর একসঙ্গে জেনিফার-বেন