ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের প্রেমে নাকি হাবুডাবু খাচ্ছেন উর্বশী রওতেলা– তাঁর সাম্প্রতিক বেশ কিছু পোস্ট দেখে নেটিজেনদের ধারণা এমনটাই। তিনি নাকি গোপনে পন্থের জন্য পাড়ি দিচ্ছেন বিদেশও! এবার উর্বশীকে নিয়ে মস্করা ধনশ্রী বর্মারও। সম্পর্কে যিনি ক্রিকেটার যুযবেন্দ্র চাহালের স্ত্রীও। অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে, টি-২০ বিশ্বকাপ। সেখানে ভারতের হয়ে বাইশ গজে অংশ নিয়েছেন যুযবেন্দ্র। স্বামীর পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন তিনিও। ফ্লাইটে উঠে শেয়ার করেছেন ছবি। এত অবধি সব ঠিকই ছিল কিন্তু তাঁর ক্যাপশনেই ছক্কা হাঁকিয়েছেন ধনশ্রী।
কিছু দিন আগেই এক ছবি পোস্ট করেছিলেন উর্বশী। তিনিও বিমানে উঠেই ছবি দিয়েছিলেন, লিখেছিলেন, ‘আমার হৃদয় অনুসরণ করলাম (হৃদয় বোঝাতে কালো রঙের হৃদয় ইমোজি ব্যবহার করেছিলেন) আর সেই হৃদয় আমায় অস্ট্রেলিয়া পৌঁছে দিল।” ঋষভ ভক্তের একাংশ ধে নেন পন্থের জন্যই ওই ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। পন্থও যে রয়েছে অস্ট্রেলিয়াতেই। এবার উর্বশীকে কার্যত ‘অনুকরণ’ করেই ধনশ্রী লিখলেন, “আমার হৃদয় আমায় অস্ট্রেলিয়াতেই পৌঁছে দিল, সত্যিকারের। আমার স্বামীর জন্য সেখানে যে আমায় যেতেই হত”। নেটিজেনদের একাংশের ধারণা ধনশ্রী আদপে উর্বশীকেই কটাক্ষ করেছেন। তিনি যা যা ক্যাপশন দিয়েছিলেন সেই একই ক্যাপশনই লিখেছেন তিনি। পার্থক্য চাহাল তাঁর স্বামী। আর পন্থ ও উর্বশীর মধ্যে প্রেমের সম্পর্কও নেই।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রটেছিল চাহাল ও ধনশ্রী নাকি আলাদা হচ্ছেন। কিন্তু সে সব গুজবকে মিথ্যে প্রমাণ করে একসঙ্গেই আছেন তাঁরা। স্বামীর বিশ্বজয়ের আশায় স্ত্রী চললেন অস্ট্রেলিয়া। আর উর্বশী? তাঁকে নিয়ে মজার মিম কিন্তু চলছেই।