Dhanush: ইলাইয়ারাজার বায়োপিকে সঙ্গীত বিশেষজ্ঞের চরিত্রে ধনুষ; সকলের অনুমান এর জন্য নাকি পুরস্কার আসবেই!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 02, 2023 | 12:31 PM

Dhanush New Film: শোনা যাচ্ছে, ইলাইয়ারাজার পুত্র ইউভান শংকর রাজা নাকি চেয়েছিলেন তাঁর বাবার বায়োপিকে অভিনয় করুন ধনুষ। অভিনেতা নিজেও ইলাইয়ারাজার বিরাট বড় ভক্ত। দক্ষিণী ঘরানার প্রত্যেকের বিশ্বাস, এই ছবি ধনুষকে বেশকিছু অ্যাওয়ার্ডও এনে দেবে।

Dhanush: ইলাইয়ারাজার বায়োপিকে সঙ্গীত বিশেষজ্ঞের চরিত্রে ধনুষ; সকলের অনুমান এর জন্য নাকি পুরস্কার আসবেই!
ইলাইয়ারাজার সঙ্গে ধনুষ।

Follow Us

নতুন অবতারে তাঁর অনুরাগীদের চমকে দিতে চলেছেন ধনুষ। ‘স্যার’ ছবিতে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের পর এবার একটি বায়োপিকে অভিনয় করবেন ধনুষ। কী সেই ছবি? সংগীত বিশেষজ্ঞ আসাইগনানি ইলাইয়ারাজার বায়োপিক সেটি। তাতে ইলাইয়ারাজার চরিত্রে অভিনয় করবেন এই দক্ষিণী সুপারস্টার। ২০২৪ সালে শুটিং শুরু হবে ছবির।

তিনি যে ইলাইয়ারাজার চরিত্রে অভিনয় করবেন, সেই খবর ধনুষ নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। ২০২৫ সালে ছবি মুক্তি পাওয়ার কথা। বলা হচ্ছে, এই ছবি নাকি বিরাট একটি প্রজেক্ট এবং ‘কানেক্ট মিডিয়া’ এর প্রযোজক।

শোনা যাচ্ছে, ইলাইয়ারাজার পুত্র ইউভান শংকর রাজা নাকি চেয়েছিলেন তাঁর বাবার বায়োপিকে অভিনয় করুন ধনুষ। অভিনেতা নিজেও ইলাইয়ারাজার বিরাট বড় ভক্ত। দক্ষিণী ঘরানার প্রত্যেকের বিশ্বাস, এই ছবি ধনুষকে বেশকিছু অ্যাওয়ার্ডও এনে দেবে।

বিগত ৫০ বছর ধরে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করছেন ইলাইয়ারাজা। এ পর্যন্ত ৭,০০০টি গান তৈরি করেছেন তিনি। ৮০ বছরের প্রতিভাবান মানুষটি পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমির মতোপুরস্কারও। অন্যদিকে ধনুষ তাঁর আসন্ন ছবি ‘ক্যাপ্টেন মিলার’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। সেই ছবি মুক্তির পরই ধীরে-ধীরে কাজ শুরু হবে এই বায়োপিকের।

Next Article