দক্ষিণী স্টার ধনুশের দুই সন্তান। দুজনেই বর্তমানে স্কুলে পড়ে। তারই মধ্যে একজনকে নিয়ে এবার ঘটল বিপত্তি। ধনুশের বড় ছেলে এবার পুলিশের খপ্পরে। ঠিক কী করতে গিয়ে ধরে পড়ল স্টার কিড? ইয়াথ্রা (Yathra), ধনুশের পড় ছেলে এবার ট্রাফিক আইন ভেঙে বিপত্তিতে। স্টারকিড রাস্তা দিয়ে তার সুপারবাইক চালাচ্ছিল। এমন সময় ট্রাফিক সিগনাল ভেঙে ফেলে সে। কিন্তু গাড়ির নম্বর দেখতে পাওয়া যায়নি। তার পর ই পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় ইয়াথ্রার পরিচয় সঠিক জানার জন্য। কারণ তার মুখে ছিল মাস্ক। সেই কারণেই রজনীকান্তের মেয়ের কাছে পৌঁছে যায় পুলিশ। এই খবর মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। খবরের শিরোনামে জায়গা করে ধনুষের ছেলে।
পুলিশ সূত্রে খবর, এদিন এক সহকারীকে দেখা যায় ধনুশের ছেলেকে অ্যাসিস্ট করতে। রজনীকান্তের মেয়ে ছেলের পরিচয় প্রকাশ্যে আনার পরই ট্রাফিক পুলিশের তরফ থেকে ফাইন করা হয়। হাজার টাকা দিতে হয় ধনুশকে। ট্রাফিক আইন ভাঙার জন্য ও লাইসেন্স ছাড়া ড্রাইভ করার জন্য এই ফাইন বলেই জানায় পুলিশ। প্রসঙ্গত একবছর আগেই ধনুশ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য আলাদা হয়ে গিয়েছেন। যদিও সন্তানদের মুখ চেয়ে তাঁরা অভিভাবকের ভূমিকা একসঙ্গেই পালন করে থাকেন। তাঁদের সন্তানের প্রতি নজর দেওয়ার বিষয়টাও এদিন তাঁরা দুজনেই নিশ্চিত করেছেন। কিছুদিন আগেই ইয়াথ্রার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় সে ও তার মা-দাদু একসঙ্গে দিওয়ালি সেলিব্রেট করছে। ইয়াথ্রা বর্তমানে তার মায়ের সঙ্গেই থাকে। এখনও পড়াশুনা চলছে তাঁর। বিভিন্ন অনুষ্ঠানে, কিংবা মাঝে মধ্যে ধনুশের পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাঁকে।