Prabas-Anushka: বিয়ে করলেন প্রভাস-অনুষ্কা? নেটজুড়ে ছড়িয়ে তাঁদের বিবাহের ছবি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 11, 2023 | 12:39 PM

Baahubali Actors: এমনটা হয়েছে একটি ভাইরাল হওয়া ছবির কারণে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বর-বউ বেশে ছবি তৈরি করা হয়েছে প্রভাস-অনুষ্কার। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ছবিগুলি। তা দেখে অনেকে ধরেই নিয়েছেন, তাঁরা হয়তো সদ্য বিবাহিত। একটি ছবিতে তো প্রবাস-অনুষ্কার কোলে ধরিয়ে দেওয়া হয়েছে এক শিশুকেও। অনুরাগীরা তারপর থেকে মিস্টার অ্য়ান্ড মিসেস নামে সম্মোধন করতে শুরু করছেন প্রভাস-অনুষ্কাকে।

Prabas-Anushka: বিয়ে করলেন প্রভাস-অনুষ্কা? নেটজুড়ে ছড়িয়ে তাঁদের বিবাহের ছবি
প্রভাস এবং অনুষ্কা।

Follow Us

দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন সুপারস্টার প্রভাস এবং অনুষ্কা শেট্টি। তাঁরা একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতেই। উল্লেখযোগ্য ‘বিল্লা’, ‘মির্চি’। তবে ‘বাহুবলী’ ছবির দুটি অংশেই জমিয়ে পারফর্ম করেছিলেন অনুষ্কা- প্রভাস। একটিতে অনুষ্কার ছিলেন বাহুবলীর প্রেমিকা, তথা তার স্ত্রীর চরিত্রে। অন্যটিতে ছিলেন মায়ের চরিত্রে। অনুষ্কা-প্রভাসের মধ্যে রসায়ন এতটাই যে, দর্শকের মন ছুঁয়েছিল। অনেকে ধরেই নিয়েছিলেন, বাস্তব জীবনেও সম্পর্কে রয়েছেন প্রভাস-অনুষ্কা। এ বিষয়ে যদিও কোনওদিনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি দুই তারকাকে। হয়তো রটনাকে প্রশ্রয় দিয়েছিলেন। ব্যবহার করেছিলেন ছবির প্রচারের কাজে। এখন শোনা যাচ্ছে, প্রভাস-অনুষ্কা নাকি লুকিয়ে বিয়েটাও সেরে ফেলেছেন।

এমনটা হয়েছে একটি ভাইরাল হওয়া ছবির কারণে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বর-বউ বেশে ছবি তৈরি করা হয়েছে প্রভাস-অনুষ্কার। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ছবিগুলি। তা দেখে অনেকে ধরেই নিয়েছেন, তাঁরা হয়তো সদ্য বিবাহিত। একটি ছবিতে তো প্রবাস-অনুষ্কার কোলে ধরিয়ে দেওয়া হয়েছে এক শিশুকেও। অনুরাগীরা তারপর থেকে মিস্টার অ্য়ান্ড মিসেস নামে সম্মোধন করতে শুরু করছেন প্রভাস-অনুষ্কাকে।

‘বাহুবলী’ ছবিতে অভিনয় করার পর আর কোনও ছবিতেই একসঙ্গে কাজ করতে দেখা যায়নি প্রভাস-অনুস্কাকে। যদিও অনুষ্কা এব্যাপারে বলেছেন, তিনি অপেক্ষায় আছেন কোনও না-কোনও দিন কোনও এক পরিচালক তাঁদের ফের একবার কাজ করার সুযোগ করে দেবেন। অনুষ্কা বলেছেন, “সত্যি বলতে, এটা তো আমার হাতে নেই। আমি জানি দর্শক আমাদের জুটিকে পছন্দ করেন। আমার আশা, কেউ না-কেউ আমাদের নিয়ে ফের একটি গল্প তৈরি করবেন।”

Next Article