Gossip Story: ফের জোড়া লাগছে সামান্থা-নাগার ভেঙে যাওয়া বিয়ে?
Gossip Story: ২০২১ সালে শেষ যায় ওঁদের সম্পর্ক। এর পর থেকে আলাদাই থাকছেন ওঁরা। দু'জনেই ব্যস্ত নিজের কাজে। কথা হচ্ছে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। প্রিয় চে'র সঙ্গে বিচ্ছেদের পর বিয়ের সব ছবিই প্রায় মুছে দিয়েছিলেন সামান্থা। কিন্তু এ কী!
২০২১ সালে শেষ যায় ওঁদের সম্পর্ক। এর পর থেকে আলাদাই থাকছেন ওঁরা। দু’জনেই ব্যস্ত নিজের কাজে। কথা হচ্ছে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। প্রিয় চে’র সঙ্গে বিচ্ছেদের পর বিয়ের সব ছবিই প্রায় মুছে দিয়েছিলেন সামান্থা। কিন্তু এ কী! হঠাৎই নেটিজেনরা আবিষ্কার করেছেন সামান্থার প্রোফাইলে জ্বলজ্বল করছে নাগার সঙ্গে এক ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে নাগাকে চুমু খাচ্ছেন সামান্থা। আদরে ভরা ছবির ক্যাপশনে লেখা, “আমার সবকিছুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তোমার সব ইচ্ছে পূর্ণ করুক। তোমায় সারা জীবন ভালবাসব।”
ছবিটি ২০১৭ সালে তোলা। নাগার জন্মদিনে ওই ছবি দিয়েই শুভেচ্ছা জানিয়েছিলেন সামান্থা। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, ওই ছবিটি বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর আর্কাইভ করে দেন সামান্থা। কিন্তু সম্প্রতি সেই ছবিটিই ফের একবার সামান্থার প্রোফাইলে দেখে অবাক ভক্তরা। তাঁদের একটাই অনুরোধ, “সব কিছু ঠিক করে নিন আগের মতো”।
প্রসঙ্গত, সম্প্রতি শোনা গিয়েছে, ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। ছেলের দ্বিতীয় বার বিয়ে দেওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছেন বাবা নাগার্জুন। এও জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ঠিক হয়ে গিয়েছে মেয়েও। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক নেই তাঁর। এক ব্যবসায়ী পরিবারের সঙ্গেই নাকি ঠিক হয়েছে নাগার বিয়ে। যদিও আক্কিনেনি পরিবারের এ ব্যাপারে স্পিকটি নট।