Alia-Shahrukh: ‘তুম কেয়া মিলে’ গানের শুট কতটা চ্যালেঞ্জিং ছিল? শাহরুখের কাছে হাজির আলিয়া
Gossip: ঠিক একই পরিস্থিতিতে রকি আর রানি। তাঁরা দুজনেই এই ধরনের গানে কখনও পারফর্ম করেননি। আলিয়া ভাট কিছুটা ফ্লেভার পেয়েছিলেন তাঁর প্রথম ছবির 'ইশকওয়ালা লাভ' গানে।
আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি রকি অউর রানি কি প্রেম কহানি এক কথায় বলতে গেলে দর্শক মনে ঝড় তোলে। ছবির গান থেকে শুরু করে দৃশ্য, সবেতেই যেন এক চেনা প্রেমের গল্পের ছাপ রাখতে চেয়েছেন করণ জোহর। দিতে চেয়েছেন নব্বই দশকের ছোঁয়া। বিশেষ করে গান ‘তুম কেয়া মিলে’-র ক্ষেত্রে। করণ জোহর চেয়েছিলেন, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির গান ‘হো গ্যায়া হ্যায় তুঝকো তো পেয়ার’ গানের ছাপ রাখতে চেয়েছিলেন, দিতে চেয়েছিলেন ট্রিবিউট। যেখানে শাহরুখ খান ও কাজল একে অন্যের প্রেমে পড়লেও তাঁরা জানতেন এই সম্পর্কের কোনও ভবিষ্যত নেই, অথচ তাঁরা বুঝতে পারছিলেন তাঁরা একে অন্যকে ছাড়া থাকতে পারবেন না।
ঠিক একই পরিস্থিতিতে রকি আর রানি। তাঁরা দুজনেই এই ধরনের গানে কখনও পারফর্ম করেননি। আলিয়া ভাট কিছুটা ফ্লেভার পেয়েছিলেন তাঁর প্রথম ছবির ‘ইশকওয়ালা লাভ’ গানে। তবে তাও খুবই সামান্য। অন্যদিকে রণবীর সিং যে এভাবে ব়োম্যান্টি লুক দিয়ে এই পোজ়ে নাচ করবেন তা এক কথায় ছিল ভাবনার অতীত। করণ জোহর নিজেই বেজা চিন্তায় ছিলেন, তাঁর এই ভাবনা আদপে কাজে লাগবে কি না।
গানের কোরিওগ্রাফার বৈভবী মারচেন্ট জানান, আলিয়া ভাট এমন সময় ছুটেছিলেন শাহরুখ খানের কাছে। শাহরুখ খান এই ধরনের নাচের ক্ষেত্রে এক কথায় পারফেক্ট। শাহরুখ খানের সঙ্গে টানা একটা দিন কাটান আলিয়া। নিয়েছিলেন টিপসও। তারপরই শুট হয় এই গানের। যা পর্দায় খুব চেনা লুকেই দর্শকদের নজর কাড়ে। অন্যদিকে রণবীর সিং যে কখনও এভাবে নাচবেন, নায়িকার দিকে তাকাবেন, তাও অনেকে অনুমান করতে পারেননি। তাই রণবীরের ক্ষেত্রেও এই গানে শুট করা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং।