Mouni Roy: ‘ব্রহ্মাস্ত্র’ ছবি জুড়ে অভিনয়ই করা হত না মৌনীর, হঠাৎই ঘটে এক মিরাকেল!
Mouni Roy: ছবিটি দেখার পর অনেকেই মনে করেছেন ছবিতে নায়িকা যদি কেউ থেকে থাকেন তা আলিয়া ভাট নয়, মৌনী রায়।
হাইবাজেট ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর অংশ মৌনী রায়। ছবিতে তিনি রয়েছেন নেতিবাচক চরিত্রে। বিপুল আয়ে তৈরি ওই ছবিতে তিনিই একমাত্র যিনি শাহরুখ খানের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। অথচ জানেন ছবি জুড়ে অভিনয়ই করার কথা ছিল না মৌনীর। ঠিক তখনই ঘটে যায় এক মিরাকেল। ( Mouni Roy)
সাক্ষাৎকারে মৌনী জানিয়েছেন, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার কাছ থেকে হঠাৎই একদিন তিনি ফোন পান। ফোনের ওপার থেকে বলা হয়, এক বিরাট ছবিতে ‘স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স’-এর জন্য ভাবা হচ্ছে তাঁকে। তিনি রাজি কিনা। যেহেতু পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাই আর না করেননি মৌনী। ১০ মিনিটের এক মিনিটের আয়োজন করা হয়। কিন্তু সেই ১০ মিনিটের মিটিং ক্রমে গিয়ে দাঁড়ায় সাড়ে তিন ঘণ্টায়। চিত্রনাট্য পড়ে মৌনীও মনে মনে স্থির করে নেন ছবিটি তিনি করছেনই। কেমিও চরিত্রের জন্য ভাবা হয়েছিল তাঁকে, কিন্তু কিছু দিন যেতেই অয়নের মনে হতে থাকে ছবিতে জুনুনের গুরুত্ব অনেকটাই বেশি। হয়ে যায় কেল্লাফতে। মৌনীর কথায়, “ছ’মাস পর জুনুন এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে। তখন আমার আনন্দ দেখে কে?”
ছবিটি দেখার পর অনেকেই মনে করেছেন ছবিতে নায়িকা যদি কেউ থেকে থাকেন তা আলিয়া ভাট নয়, মৌনী রায়। টেলিভিশনের ‘নাগিন’ যেভাবে হয়ে উঠেছেন জুনুন তা প্রশংসার যোগ্য বলেই মনে করছেন তাঁরা। যদিও মৌনীর এ ব্যাপারে বিশেষ হেলদোল নেই। তিনি আপাতত মাততে চান সেলিব্রেশনে। প্রায় ৪০০ কোটি টাকা লেগেছিল ওই ছবিতে। বিশ্বব্যাপী আয় হয়েছে ৪৫০ কোটি টাকা। প্যান্ডেমিকের পরে এই আয় বেশ ভাল বলেই মনে করছেন সমালোচকরা। ইতিমধ্যেই ছবিটির সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্বে নাকি থাকতে পারেন রণবীর সিং, দীপিকা ও হৃতিক রোশন– শোনা যাচ্ছে এমনটাই।