Arijit Singh Secrets: ‘নকল গলায় গান করেই জনপ্রিয় হয়েছি,’ বিস্ফোরক স্বীকারোক্তি অরিজিৎ সিংয়ের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 18, 2023 | 2:01 PM

Arijit Singh On His Voice: শুনে নিজের কানকে বিশ্বাসই করাতে পারছেন না তো। কিন্তু এমনটাই সত্যি। নিজে মুখে স্বীকার করে নিয়েছেন ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সাফ জানিয়েছেন, তিনি যে গলায় গান করে এত জনপ্রিয়তা পেয়েছেন, সেটি তাঁর আসল গলাই না। বিস্ফোরক এই স্বীকারোক্তি কোথায় নিয়ে যাবে গায়ককে?

Arijit Singh Secrets: নকল গলায় গান করেই জনপ্রিয় হয়েছি, বিস্ফোরক স্বীকারোক্তি অরিজিৎ সিংয়ের
অরিজিৎ সিং।

Follow Us

শুনে নিজের কানকে বিশ্বাসই করাতে পারছেন না তো। কিন্তু এমনটাই সত্যি। নিজে মুখে স্বীকার করে নিয়েছেন ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সাফ জানিয়েছেন, তিনি যে গলায় গান করে এত জনপ্রিয়তা পেয়েছেন, সেটি তাঁর আসল গলাই না। বিস্ফোরক এই স্বীকারোক্তি কোথায় নিয়ে যাবে গায়ককে?

ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং। সর্বভারতীয় এক জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। যেটাকে ‘রিয়্যালিটি শো’ বলা হয়। সেই শোতে অংশ নিয়ে তিনি বিজয়ী হননি ঠিকই, তবে তাঁর গান লোকের মনে গেঁথে গিয়েছিল তখন থেকেই। রিয়্যালিটি শোটি শেষ হওয়ার পর গান গাওয়ার সুযোগ আসে তাঁর এবং একের পর-এক ছবি এবং মিউজ়িক ভিডিয়োতে গান গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অরিজিৎ। হেন কোনও অভিনেতা নেই মুম্বই কিংবা বাংলায়, যিনি ছবিতে অরিজিতের কণ্ঠে লিপ সিঙ্ক করেননি।

‘টুটা হুয়া সাজ় হু মে, খুদসে হি নারাজ় হু ম্যায়’ গানের উপর ভরসা করে সাফল্য়ের নৌকোয় যাত্রা শুরু করা অরিজিতের এই কণ্ঠ নাকি আসল নয়। এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়ে তাঁর অনুরাগীদের ভুল ভাঙিয়েছেন অরিজিৎ। এবং বলেছেন, দিনের পর-দিন মেহনত করে নতুন কণ্ঠ তৈরি করেছেন তিনি। কিন্তু তাঁর আসল কণ্ঠ?

অরিজিৎ বলেছেন, “আমি আমার কণ্ঠকে টুকরো-টুকরো করে ভেঙেছি। আমার কণ্ঠ এমন মোটেও ছিল না। অন্যরকম ছিল। মানুষ ঘৃণা করত সেই কণ্ঠকে। সেই কণ্ঠেই গান গাওয়া শুরু করেছিলাম এবং শ্রোতাদের সেটা একেবারেই ভাল লাগেনি। নিজের কণ্ঠ পাল্টাতে হয়েছে আমাকে। গলাকে ক্রমাগত ভেঙে টেক্সচার তৈরি করেছি। নিজেকে খুব অত্যাচার করেছি আমি। অনেক রাত পর্যন্ত রেওয়াজ করে সকালে রেকর্ডিং করতে গেলে গলা ব্যারিটোন হয়ে যায়। প্রস্ফুটিত হয় দুর্দান্ত কণ্ঠ। সেটাই করার চেষ্টা করেছি।”

Next Article