Dilip Kumar: দিলীপ কুমারের মৃত্যুর দু’বছরের মধ্যেই প্রয়াত কাছের মানুষ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 26, 2023 | 2:10 PM

Dilip Kumar: কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দু'বছর পার হয়েছে। শোক এখনও ফিকে হয়নি। এরই মধ্যে পরিবারে আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতার ছোট বোন সাহিদা খান। বিখ্যাত প্রযোজক মহবুব খানের পুত্র ইকবাল খানের স্ত্রী ছিলেন তিনি। বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত সূত্রে জানা যাচ্ছে,  দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সাহিদা খান।

Dilip Kumar: দিলীপ কুমারের মৃত্যুর দুবছরের মধ্যেই প্রয়াত কাছের মানুষ
দিলীপ কুমার

Follow Us

কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দু’বছর পার হয়েছে। শোক এখনও ফিকে হয়নি। এরই মধ্যে পরিবারে আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতার ছোট বোন সাহিদা খান। বিখ্যাত প্রযোজক মহবুব খানের পুত্র ইকবাল খানের স্ত্রী ছিলেন তিনি। বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত সূত্রে জানা যাচ্ছে,  দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সাহিদা খান। পরিবারের এক ঘনিষ্ঠ সদস্যের মতে চিকিৎসা করলেও তাতে ঠিকমতো সাড়া দিচ্ছিলেন না তিনি। দীর্ঘদিন রোগভোগের পরে অবশেষে চলে গেলেন তিনি। ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সাহিদাও। ২০১৪ সালে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেকর্মীদের দশ লক্ষ টাকার অনুদান দিতে দেখা গিয়েছিল তাঁকে। শ্বশুরমশাইয়ের স্মৃতিতে তৈরি মেহবুব স্টুডিওর উন্নতির জন্যই ওই টাকা দিয়েছিলেন তিনি। তাঁর দুই সন্তান রয়েছে ইলহাম এবং সাকিব। ২০১৮ সালে শাহিদার স্বামী ইকবাল প্রয়াত হন। এরপর থেকে ছেলে ও মেয়ের কাছেই থাকতেন সাহিদা। তাঁর ছেলে সাকিব একজন প্রযোজক আর মেয়ে ইলহাম একজন লেখক।

পরিবার মারফত জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার মেহেবুব স্টুডিওতে তাঁর  স্মৃতিতে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। তবে সাইদার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দিলীপ কুমারের স্ত্রী তথা সাহিদার বৌদি সায়রা বানু। আপাতত তাঁর পরিবার দ্রুত এই শোক কাটিয়ে উঠুন, এমনটাই চাইছেন সাহিদার শুভাকাঙ্ক্ষীরা।

Next Article