Raha Kapoor: প্রেমদিবসে বয়ফ্রেন্ড জুটে গেল আলিয়ার মেয়ে রাহার; কে সেই ব্যক্তি, জানলে চোখ উঠবে কপালে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 15, 2023 | 2:41 PM

Valentine's Day: আলিয়ার মেয়ে বড্ড সুন্দর। সকলে সেই কথাই বলছেন। কিন্তু আপনি কি জানেন, এই তিন মাসের একরত্তি রাহারও এক বয়ফ্রেন্ড জুটে গিয়েছে এবং সেই প্রেমিক সকলের পরিচিত।

Raha Kapoor: প্রেমদিবসে বয়ফ্রেন্ড জুটে গেল আলিয়ার মেয়ে রাহার; কে সেই ব্যক্তি, জানলে চোখ উঠবে কপালে
মা-বাবা এবং পরিবারের সঙ্গে রাহা।

Follow Us

৬ নভেম্বর, ২০২২ প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের ‘ডার্লিং’ অভিনেত্রী আলিয়া ভাট। সন্তানকে প্রথমবার কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন আলিয়ার স্বামী অভিনেতা রণবীর কাপুর। সেই রাহার এখন তিন মাস বয়স। মা আলিয়া তাঁকে সম্পূর্ণ সময় দিচ্ছেন কন্যার প্রতিপালনে। মেয়ে বড্ড ছোট এবং বড্ড সুন্দর। সকলে সেই কথাই বলছেন। কিন্তু আপনি কি জানেন, এই তিন মাসের একরত্তি রাহারও এক বয়ফ্রেন্ড জুটে গিয়েছে এবং সেই প্রেমিক সকলের পরিচিত।

আজ্ঞে, গত মঙ্গলবার ছিল প্রেমদিবস। ভ্য়ালেন্টাইন্স ডে। সেদিনই খোঁজ মিলল রাহার প্রেমিকের। এক মঞ্চে দাঁড়িয়ে ছিলেন রাহার প্রেমিক। মঞ্চের চারপাশে লোকের সমাগম। সকলেই আনন্দ উচ্ছ্বাসে মেতে। মঞ্চে রাহার প্রেমিকের হাতে মাইক্রোফোন। তিনি তখন প্রেমদিবস নিয়ে বলেই চলেছেন অনর্গল কথা। তারপরই স্বীকারোক্তি, রাহাই তাঁর ভ্য়ালেন্টাইন।

এই প্রেমিক একজন অভিনেতা। রাহার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। রাহাকে প্রেমদিবসে ভালবাসা জাহির করলেন তাঁর বয়স্ক প্রেমিক। মুম্বইয়ের সেই মঞ্চ তখন হাততালির শব্দে গুঞ্জরিত। চারদিক থেকে ভেসে আসছে আনন্দ-ধ্বনি, উল্লাসের সুর। আর রাহার বৃদ্ধ প্রেমিক এক মুখ দাড়ি নিয়ে বলে চললেন ভালবাসার কথা।

জানেন রাহার প্রেমিক কে? তাঁর প্রেমিকের নাম রণবীর কাপুর। সম্পর্কে রণবীর রাহার বাবা। প্রেমদিবসে মেয়ে রাহাকেই তাঁর সব ভালবাসা উৎসর্গ করেছেন গর্বিত পিতা। সঙ্গে স্ত্রী আলিয়ার জন্যও বুক ভরা ভালবাসা ব্যক্ত করেছেন রণবীর।

Next Article