Chup box office collection: জাতীয় সিনেমা দিবসে মুক্তি পাওয়া আর বাল্কি পরিচালিত চুপ কেমন আয় করল

Chup box office collection: প্রথমে কথা ছিল ১৬ সেপ্টেম্বর হবে জাতীয় সিনেমা দিবস। কিন্তু দর্শক যাতে বেশি সংখ্য ছবি মাত্র ৭৫ টাকায় দেখতে পান, তাই এক সপ্তাহ পিছিয়ে ২৩ সেপ্টেম্বর পালিত হয় জাতীয় সিনেমা দিবস।

Chup box office collection: জাতীয় সিনেমা দিবসে মুক্তি পাওয়া আর বাল্কি পরিচালিত চুপ কেমন আয় করল
প্রথম দিন ডুলকর সলমনের ছবি 'চুপ' কেমন ব্যবসা করল

| Edited By: Mahuya Dutta

Sep 24, 2022 | 1:14 PM

প্রথমবার সাইকেলজিক্যাল থ্রিলার ছবি করলেন পরিচালক আর বাল্কি। ডুলকর সলমন এবং সানি দেওল অভিনীত থ্রিলার ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’ ছবিটি কেমন প্রতিক্রিয়া পেল দর্শকদের থেকে, এই প্রশ্ন অনেকের মনেই। কারণ ২৩ তারিখ ছিল জাতীয় সিনেমা দিবস। এই ছবির পাশাপাশি হলিউড ছবি ‘অবতার’, আর মাধবন অভিনীত ‘রাউন্ড দ্য কর্নার’ ছবিটিও এই দিন মুক্তি পায়। প্রথমে কথা ছিল ১৬ সেপ্টেম্বর হবে জাতীয় সিনেমা দিবস। কিন্তু দর্শক যাতে বেশি সংখ্য ছবি মাত্র ৭৫ টাকায় দেখতে পান, তাই এক সপ্তাহ পিছিয়ে ২৩ সেপ্টেম্বর পালিত হয় জাতীয় সিনেমা দিবস। যদিও যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁদের ৭৫ টাকার বেশিই পড়েছে টিকিটের মূল্য। কারণ অবশ্য অনলাইন চার্জ। তবে সিনেমা হলে লাইন দিয়ে যাঁরা কেটেছেন, (যা বহুদিন পর সিনেমা হলে লাইন দিয়ে টিকিট কাটতে দেখা গেল) তাঁরা ৭৫ টাকাতেই সিনেমা দেখার আনন্দ উপভোগ করেছেন।

জাতীয় সিনেমা দিবসে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরে চুপ দর্শকদের দ্বিতীয় সর্বাধিক পছন্দের সিনেমার তালিকায় ছিল। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, আর বাল্কি পরিচালিত সিনেমাটি আয় করেছে উদ্বোধনী দিনে ২.৬০ থেকে ৩.২০ কোটি। তবে, শুক্রবার যদি টিকিটের দাম না কমানো হতো, তাহলে ছবিটি এক কোটি ছাড়িয়ে যেতেও হয়তো লড়াই করত। তবে এখন যেহেতু ছবিটি বেশ কিছু সংখ্য দর্শক দেখে ফেলেছেন, ফলে মুখে মুখে ছবির প্রচারও হবে। আর এটি সিনেমা শিল্পের জন্য একটি উদাহরণ স্থাপন করতে পারে এবং সিনেমার টিকিটের সাশ্রয়ী মূল্য কীভাবে দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে তা লক্ষ্যণীয় হতে পারে।

মুক্তির আগেই ‘চুপ’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। তাই ভাল অগ্রিম বুকিং টিকিট বিক্রি রেকর্ড করেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে ছবিটির ভারত জুড়ে ৬৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। আর মুক্তির দিনে ছবিটি প্রায় ৪ লক্ষ টিকিট বিক্রি করেছে, যা অজয় ​​দেবগনের রানওয়ে ৩৪, শহীদ কাপুরের জার্সি এবং রণবীর সিংয়ের জয়েশভাই জোর্দারের বিক্রি হওয়া টিকিট  সংখ্যার চেয়ে অনেক বেশি।

আর বাল্কি পরিচালিত, ‘চুপ’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যা একজন সিরিয়াল কিলারকে অনুসরণ করে যে তার শিকার, চলচ্চিত্র সমালোচকদের দেহে তারকা খোদাই করে। ছবিতে ডুলকর, সানি ছাড়াও পূজা ভাট এবং শ্রেয়া ধনোয়ানথারি গুরুত্বপূর্ণ  ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি বাল্কির স্ত্রী গৌরী শিন্ডে, রাকেশ ঝুনঝুনওয়ালা, জয়ন্তীলাল গাদা এবং অনিল নাইডু প্রযোজনা করেছেন। এই ছবিতে প্রথমবার অমিতাভ বচ্চন একটি সুর তৈরি করেছেন।