AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Faisal Khan: দিনের পর দিন বন্দি করে রাখে আমির খান! বিস্ফোরক অভিযোগ ভাইয়ের

Aamir Khan: আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাই ফয়জল খানের। এক সাক্ষাৎকারে ফয়জলের অভিযোগ আমির খানের বাড়িতে তাঁকে নাকি বন্দি করে রাখা হয়েছিল।

Faisal Khan: দিনের পর দিন বন্দি করে রাখে আমির খান! বিস্ফোরক অভিযোগ ভাইয়ের
বিস্ফোরক অভিযোগ ভাইয়ের
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 4:57 PM
Share

আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাই ফয়জল খানের। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়জলের অভিযোগ আমির খানের বাড়িতে তাঁকে নাকি বন্দি করে রাখা হয়েছিল। ফয়জল জানান, বিগবসে ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি যেতে চাননি। কারণ হিসেবে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়জল বলেন, “বিগবসে সবাই সবার বিরুদ্ধে চক্রান্ত করে। তাঁরা লড়াই করে। ঝগড়া করে। তারপর টাস্কও দেওয়া হয়। মানসিক ভাবে নানা চাপ চেষ্টা করা হয়।” এখানেই না থেমে ফয়জল আরও যোগ করেন, “আমি ওই জায়গায় আর বন্দি হতে চাই না। কটা টাকার পরিবর্তে আবারও ওই অবস্থার মধ্যে দিয়ে যেতে চাই না। আমার দরকার নেই টাকার। ঈশ্বরের আশীর্বাদে রয়েছে তা ভালই। আমিরের বাড়তে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। আর সেই বন্দিদশার মধ্যে দিয়ে যেতে চাই না। স্বাধীনভাবে বাঁচতে চাই। জলের মতো বয়ে যেতে চাই”।

১৯ বছর লাইমলাইট থেকে দূরে ছিলেন ফয়জল। বন্দি ছিলেন আমিরের বাড়ি। অপর এক সাক্ষাৎকারে তিনি জানান, আমিরের নাকি মনে হয়েছিল ফয়জল প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ফয়জল বলেন, “একদিন আমির আমায় ফোন করে বলে আমি পাগল, নিজের খেয়াল রাখতে পারি না। আমায় বলা হয় আদালতে বিচারকের সামনে গিয়ে বলতে আমি নিজের খেয়াল নিজে রাখতে অসমর্থ। আমি বুঝিনি কেন।” তিনি জানিয়েছেন, এরপরেই নাকি আমিরের ওই বাড়ি ছেড়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে তাঁর নিবাস পারিবারিক বাড়ি বেল্লা ভিস্তা। আমিরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল। তবে এখন নাকি দেখা হলে কথা হয় তাঁদের, জানিয়েছেন ফয়জল।

তাঁর কথায়, “হ্যাঁ কথা হয় আমাদের মধ্যে। দেখা হলে দুজন দুজনকে অভিবাদন জানাই। ও ওর জীবন নিয়ে খুব ব্যস্ত। আর আমিও আমার জীবন নিয়ে ব্যস্ত। ” ১৯ বছর পর নিজে সিনেমা পরিচালনা করছেন তিনি। ছবির নাম ‘ফ্যাক্টরি’। ওই ছবি দিয়েই আবারও নিজের কেরিয়ার জীবনকে উজ্জীবিত করতে চান তিনি, এমনটাই জানিয়েছেন অভিনেতা।