Priyanka Chopra: জোনাস পরিবারে ভাঙনের মধ্যেই নিককে বিয়ের প্রস্তাব! রেগে গেলেন প্রিয়াঙ্কা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 11, 2023 | 9:00 PM

Priyanka Chopra: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না জোনাস পরিবারে। জো জোনাস ও সোফি টারনারের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এ কথা আর গোপন নেই। এরই মধ্যে নিক জোনাস পেলেন বিয়ের প্রস্তাব!

Priyanka Chopra: জোনাস পরিবারে ভাঙনের মধ্যেই নিককে বিয়ের প্রস্তাব! রেগে গেলেন প্রিয়াঙ্কা?
রেগে গেলেন প্রিয়াঙ্কা?

Follow Us

 

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না জোনাস পরিবারে। জো জোনাস ও সোফি টারনারের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এ কথা আর গোপন নেই। এরই মধ্যে নিক জোনাস পেলেন বিয়ের প্রস্তাব! তাও আবার স্ত্রী প্রিয়াঙ্কার সামনেই সেই প্রস্তাব দেওয়া হল তাঁকে। সবটা শুনে কী করলেন প্রিয়াঙ্কা? কোথায়ই বা ঘটেছে এই ঘটনা? এই মুহূর্তে জোনাস পরিবার কনসার্ট করতে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছেন। সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কাও। সম্প্রতি ক্যালিফোরনিয়ায় ছিল তাঁদের অনুষ্ঠান। সেখানেই নিকের এক মহিলা ভক্ত প্রিয়াঙ্কাকে ডেকে বলেন, “আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি সত্যি ভেবেছিলাম আমি নিক জোনাসকে বিয়ে করব। কিন্তু আমি খুশি তুমি করেছ।” উত্তরে খানিক চুপ করে ফের স্বাভাবিক হয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমিও খুশি যে আমি করেছি।” প্রিয়াঙ্কার ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনদের একটা বড় অংশের অভিমত, আচমকাই ভক্তের ওই কথা শুনে মোটেও খুশি হননি প্রিয়াঙ্কা। যদিও ভাষায় তা তিনি প্রকাশ করেননি।

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজস্থানে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। কিছু দিন ডেট করার পরেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। অনেকেই বলেছিলেন, ‘ এই বিয়ে টিকবে না’। নিকের থেকে প্রায় দশ বছরের বড় প্রিয়াঙ্কা। যদিও বিয়ের প্রায় পাঁচ বছর কেটে গেলেও তাঁদের মধ্যে অশান্তির কোনও খবর সামনে আসেনি। এক কন্যা সন্তানও রয়েছে তাঁদের। নাম মালতি মেরী চোপড়া জোনাস। তিন জনে ভালই আছেন তাঁরা।

Next Article