Kamal Kishor Mishra: স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা! গ্রেফতার প্রযোজক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 29, 2022 | 3:22 PM

Kamal Kishor Mishra: বেশ কিছু দিন ধরেই বলিউডে ছবি প্রযোজনা করছেন ওই ব্যক্তি। সম্প্রতি 'দেহাতি ডিস্কো' নামক এক ছবির প্রযোজক ছিলেন তিনি।

Kamal Kishor Mishra: স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা! গ্রেফতার প্রযোজক
গ্রেফতার প্রযোজক

Follow Us

গুরুতর অভিযোগ উঠল বলিউডের প্রযোজকের উপর। প্রযোজকের নাম কমল কিশোর মিশ্র। স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে। দুদিন আগেই তাঁর অম্বোলি থানায় ডেকে পাঠান হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে পর অবশেষে এ দিন সকালে গ্রেফতার করা হয় তাঁকে।

অম্বোলি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মিশ্রের স্ত্রীরঅভিযোগ নিজের বাসভবনে পার্কিং লটে আচমকাই স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখতে পান তিনি। মহিলার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে যাবেন তখনি অভিযুক্ত গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। ঘটনায় আঘাত পান প্রযোজকের স্ত্রী। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। তাঁর বয়ানের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির৩০৭ ধারা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আদালতের তরফে জানান হয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন তিনি।

বেশ কিছু দিন ধরেই বলিউডে ছবি প্রযোজনা করছেন ওই ব্যক্তি। সম্প্রতি ‘দেহাতি ডিস্কো’ নামক এক ছবির প্রযোজক ছিলেন তিনি। ছবিতে গণেশ আচার্য, রবি কিষণ ও মনোশ যোশী রয়েছেন। ছবি মুক্তি পেয়েছে এই বছরেরই মে মাসে।

Next Article