কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ফুড উৎসব
খাবার ফেস্টিভ্যাল

কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘ফুড উৎসব’

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 13, 2021 | 5:33 PM

নন্দন চত্বরেই পেয়ে যাবেন চপ-কাটলেট-কচুরি-প্যাটিস কিংবা গরমাগরম ফিশ ফ্রাই। ঠিক কোথায়-কোথায় চা-এর সঙ্গে 'টা' পাবেন?

২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসবে শুধু ছবি দেখা নয়, রয়েছে ভুরিভোজও। একের পর এক ছবিতে হাঁপিয়ে উঠলে পেটে টান পড়বে। বেশি দূর যেতে হবে না। নন্দন চত্বরেই পেয়ে যাবেন চপ-কাটলেট-কচুরি-প্যাটিস কিংবা গরমাগরম ফিশ ফ্রাই। ঠিক কোথায়-কোথায় চা-এর সঙ্গে ‘টা’ পাবেন? খোঁজ করল TV9 বাংলা ডিজিটাল।