
ফ্যাশন ভালবাসতেন, ভালবাসতেন সাজতে, ইচ্ছে ছিল নিজেকে প্রমাণ করার। করেওছিলেন, কিন্তু ধরে রাখতে পারলেন আর কই? মাত্র ২৬ বছরেই প্রয়াত হলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দ্য আরমাস। উরুগুয়ের বাসিন্দা ছিলেন তিনি। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন শেরিকা। সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। নিয়মিত কেমোথেরাপি ও রেডিয়োথেরাপি চললেও এই মারণযুদ্ধে হার মানতে বাধ্য হন তিনি। এত কম বয়সে মৃত্যু হওয়ায় শোকে পাথর তাঁর সহকর্মীরা। গোটা উরুগুয়ের মানুষেরও মন খারাও। ২০২২ সালে মিস ইউনিভার্স উরুগুয়ে কার্লা রোমেরো বন্ধুর মৃত্যুতে শোকাহত। তিনি লেখেন, “আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারী।” অন্যদিকে মিস উরুগুয়ে ২০২১ লোলা দে লস সান্তোসও স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “সারাজীবন তোমাকে মনে রাখব। শুধুমাত্র আমার পাশে থাকার জন্য নয়, তুমি চাইতে আমি এগিয়ে যাই, নাম করি… তোমার আদর, ভালবাসা সারজীবন আমার সঙ্গে থেকে যাবে।”
এর আগে এক সাক্ষাৎকারে শেরিকা বলেন, “আমি সবসময় মডেল হতে চাইতাম। বিউটি মডেল, অথবা ক্যাটওয়াক মডেন। আসলে আমি ফ্যাশন সংক্রান্ত সব কিছুই ভীষণ ভালবাসতাম।” নিজের মেকআপ ব্র্যান্ডও খুলেছিলেম তিনি। এ ছাড়াও যুক্ত ছিলেন এক অলাভজনক সংস্থার সঙ্গেও। ওই সংস্থার কাজ ক্যানসারে আক্রান্ত দুঃস্থ শিশুদের পাশে দাঁড়ানো। তাঁর কাজ মনে করেই আজ আবেগঘন সকলেই। পরিবারকে শক্ত হওয়ার আবেদন তাঁর অনুরাগীদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী এই মুহূর্ত জরায়ুমুখ ক্যানসারের কবলে বহু নারী। ২০১৮ সালে প্রায় ৫ লক্ষ ৭০ হাজার মহিলা এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন গোটা বিশ্বে। এর মধ্যে প্রায় ৩ লক্ষ ১১ হাজার জন্য নারী ক্যানসারে মারা গিয়েছেন। HPV vaccination, অথবা নিয়মিত পরীক্ষাই এই ক্যানসার রুখে দিতে পারে বলেই দাবি করেছে ওই সংস্থা।