আজ অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৩ বছর পূর্ণ করলেন তিনি। দেশনায়ক থেকে শুরু করে বলিউড তারকা, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। সলমন খান থেকে শাহরুখ খান বাদ যাননি কেউ। তবে এত শুভেচ্ছার মধ্যেই নজর কেড়েছে মোদীর জন্য ‘জওয়ান’-এর বিশেষ শুভেচ্ছা। মোদীর জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ” শুভ জন্মদিন শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি। দিনটা খুব ভাল কাটুক। কখনও সখনও কাজ থেকে খানিক বিরতি নিয়ে একটু মজাও করুন। অনেক অনেক শুভেচ্ছা।”
ওদিকে কঙ্গনা রানাওয়াতও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি লেখেন, “এই দুনিয়ার সবথেকে বেশি সম্মান পাওয়া দেশনায়ককে শুভ জন্মদিন। একজন সাধারণ মানুষ যিনি নিজের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নতুন ভারত গড়ে তুলেছেন। আপনি শুধু ভারতের প্রধানমন্ত্রী নন। আপনি হলেন রামের মতো যার নাম এই দেশের প্রতিটি রন্ধ্রে সারাজীবন খোদাই করা থাকবে। আপনার দীর্ঘায়ু কামনা করি।” সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমার, সানি দেওল থেকে শুরু করে কাজল প্রধানমন্ত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার যেন ঢল নেমেছে।
প্রসঙ্গত, এর আগে জি-২০ সম্মেলন সাফল্যমন্ডিত হওয়ায় মোদীকে উদ্দেশ্য করে একটি টুইট করেছিলেন শাহরুখ। তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। ভারতের জি-২০ সম্মেলনে অভূতপূর্ব সাফল্য ও বিভিন্ন দেশের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য অভিনন্দন। প্রতি ভারতবাসীর মননে এই সম্মেলন এক গর্বের অনুভূতি নিয়ে এসেছে। স্যর আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে এগিয়ে যাব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।”
Happy birthday to the most loved leader in the world, an ordinary man who rose to the heights of empowerment through his hard work and perseverance and became the architect of New Bharat. You are not just a Prime Minister for the people of Bharat, like Lord Rama your name is… pic.twitter.com/Bkc8dufcAH
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2023