Actor’s Death: ‘ডাবিং মাঝপথে বন্ধ করে বাইরে যায়, তারপর…’, অভিনেতার মৃত্যুতে স্তব্ধ ইন্ডাস্ট্রি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 08, 2023 | 7:34 PM

Actor's Death: সব কিছু ভালই চলছিল। কিছু দিন আগেই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত 'জেলার'-এ দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এভাবে যে তিনি চলে যাবেন, তা ধারণা করতেই পারেননি তাঁর সহকর্মীরা। তিনি অর্থাৎসিরিয়াক 'এথির নিচাল' খ্যাত অবিহ্নেতা জি মারিমুথু।

Actors Death: ডাবিং মাঝপথে বন্ধ করে বাইরে যায়, তারপর..., অভিনেতার মৃত্যুতে স্তব্ধ ইন্ডাস্ট্রি
অভিনেতার আকস্মিক প্রয়াণে হতবাক ইন্ডাস্ট্রি

Follow Us

সব কিছু ভালই চলছিল। কিছু দিন আগেই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’-এ দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এভাবে যে তিনি চলে যাবেন, তা ধারণা করতেই পারেননি তাঁর সহকর্মীরা। তিনি অর্থাৎসিরিয়াল ‘এথির নিচাল’ খ্যাত অভিনেতা জি মারিমুথু। জানা যাচ্ছে, শুক্রবার এক সিনেমার ডাবিং সেশনে গিয়েছিলেন তিনি। সেখানেই অস্বস্তি বোধ করেন আচমকাই। এর পরেই ঘটে যায় সেই ঘটনা। হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, আর এর পরেই সব শেষ। তামিল অভিনেতা কমলেশ যিনি সেই সময় মারিমুথুর সঙ্গে ডাবিং সেশনে ছিলেন তিনি সংবাদমাধ্যমকে বলেন, “অর্ধেক ডাবিং করে তিনি বাইরে বের হন। বলেন, যে দম বন্ধ হয়ে আসছে। আমরা ভাবি, যে বাইরে বেরলে হয়তো কিছুটা ভাল লাগবে তাঁর। বাইরে যাওয়ার বেশ কিছুক্ষণ পর তিনি না ফেরায় আমরা দেখতে যাই। তিনি সেখানে ছিলেন না। গাড়ি নিয়ে বাড়ি চলে যান। ওঁর মেয়েকে ফোন করি। তিনি জানান, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমরা যখন সেখানে যাই ততক্ষণে সব শেষ।”

তাঁর মৃত্যুতে টুইট করেছেন খোদ রজনীকান্ত। তিনি লেখেন, “মারিমুথু ভীষণ ভাল একজন মানুষ ছিলেন। ওর মৃত্যু আমাকে হতবাক করে তুলেছে। ওর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।” সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন পরিচালক। অজিত কুমার ব্লকবাস্টার ‘আসাই’য়েও দেখা গিয়েছে তাঁকে। তাঁর এই হঠাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না ভক্তরাও।

Next Article