মেকআপ করতে করতেই মাতৃদুগ্ধ পাম্প করে স্টোর করায় ভাইরাল অভিনেত্রী!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 19, 2021 | 1:56 PM

Gal Gadot: শুটিংয়ের জন্য তৈরি হচ্ছিলেন গ্যাল। ব্যাকস্টেজে মেকআপ করতে করতে পাম্প করে দুধ স্টোর করার কাজ করতে থাকেন তিনি।

মেকআপ করতে করতেই মাতৃদুগ্ধ পাম্প করে স্টোর করায় ভাইরাল অভিনেত্রী!
অভিনেত্রীর সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

গ্যাল গ্যাডট। মডেল তথা অভিনেত্রী। এটা তাঁর পেশাদার পরিচয়। এই পরিচয়েই তাঁকে গোটা দুনিয়া চেনে। কিন্তু নিজের কাছে তাঁর মাতৃসত্ত্বা সব কিছুর থেকে এগিয়ে। গত জুনে তৃতীয় সন্তানের মা হয়েছেন গ্যাল। তিনি এবং তাঁর স্বামী জ্যারন ভারসানোর পরিবারে এসেছে নতুন অতিথি। এর মধ্যেই কাজে ফিরেছেন গ্যাল। কিন্তু কন্যা সন্তানের প্রতি কর্তব্য এতটুকু গাফিলতি করতে চান না। সে কারণেই মেকআপ করতে করতে মাতৃদুগ্ধ পাম্প করে স্টোর করে রাখলেন। গ্যালের সেই ছবি আপাতত সোশ্যাল ওয়ালে ভাইরাল।

শুটিংয়ের জন্য তৈরি হচ্ছিলেন গ্যাল। ব্যাকস্টেজে মেকআপ করতে করতে পাম্প করে দুধ স্টোর করার কাজ করতে থাকেন তিনি। যাতে তাঁর অনুপস্থিতিতে মেয়ের খাওয়ার কোনও অসুবিধে না হয়। এই ছবি দেখার পর গ্যালকে ‘সুপারমম’ আখ্যা দিয়েছেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ। অভিনেতা শালোম মিক্যালশিভিলি, মডেল রোটেম সেলা, টেলিভিশন হোস্ট ইয়েল গোল্ডম্যান গ্যালকে আদর্শ মা হিসেবে ব্যখ্যা করেছেন।

ইজরায়েল অভিনেত্রী রোনা লি শিমনের কাছে গ্যাল ‘রানি’ বিশেষণ পেয়েছেন। অসংখ্য অনুরাগী গ্যালের এই কাজের জন্য বাহবা দিয়েছেন। এর আগে ২০১১ এবং ২০১৭-এ দুই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ২০০৮এ জ্যারন এবং গ্যাল বিয়ে করেন। তাঁদের প্রথম কন্যা সন্তান ইতিমধ্যেই একটি ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছে। প্রসঙ্গত, এর আগে গ্যাল মজা করে জানিয়েছিলেন, ‘ওয়ান্ডার উওম্যান’-এর শুটিংয়ের শেষের দিকে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ফলে তাঁর দুই মেয়েরই অভিনয়ে ডেবিউ হয়ে গিয়েছে।

প্রকাশ্যে স্তন্যপান নিয়ে এখনও সামাজিক ট্যাবু রয়েছে। অথচ এই কাজ অত্যন্ত স্বাভাবিক। প্রথমত মা হওয়ার মাস দুয়েকের মধ্যেই ফের কাজে ফিরেছেন তিনি। নজির সৃষ্টি করেছেন সেখানেও। আত্মপরিচয় ভুলে না গিয়ে কাজে ফিরেছেন। নিজের স্বাধীন থাকার ইচ্ছেতে মা হওয়া কোথাও প্রতিবন্ধকতা তৈরি করেনি। এই উদাহরণ যদিও সমাজের অনেক অংশেই রয়েছে। দুই সন্তান তৈমুর এবং জেহের জন্মের পর খুব অল্প দিনের মধ্যেই শুটিংয়ে ফিরে নজির তৈরি করেছিলেন করিনা কাপুর খানও। এতে সন্তানকে বিন্দুমাত্র অবহেলা করা হয় না বলেই মনে করেছেন কর্মরতা মায়েরা। আবার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। অনেক মা সন্তানের স্বার্থে নিজের পেশার জগৎ থেকে বিরতি নিয়েছেন। কিন্তু প্রকাশ্যে সন্তানের জন্য মাতৃদুগ্ধ জমিয়ে রাখার নজির খুব বেশি নেই। সে কারণেই গ্যালের অত্যন্ত স্বাভাবিক একটি আচরণও শিরোনামে। মা ব্যস্ত থাকতেই পারেন। কিন্তু সেই ব্যস্ততার জন্য সন্তানের অবহেলা করতে চান না। সে কারণেই এই ব্যবস্থা। এ ব্যবস্থা যে খুব জরুরি তা যেন গ্যালের এই পদক্ষেপ আরও একবার সমাজকে মনে করিয়ে দিল।

আরও পড়ুন, শিল্পার কেরিয়ার ধ্বংস করে দিলেন রাজ? শুটিংয়ে ফেরার পর এই সম্ভবনার কথা কারা বলছেন?

Next Article