Katrina-Vicky: ভিক্যাটের নতুন ফ্ল্যাট সাজিয়ে দিলেন গৌরী খান, রইল ভিডিয়ো

Katrina-Vicky: ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা।

Katrina-Vicky:  ভিক্যাটের নতুন ফ্ল্যাট সাজিয়ে দিলেন গৌরী খান, রইল ভিডিয়ো
ক্যাটরিনার নতুন ফ্ল্যাট সাজিয়ে দিলেন গৌরী খান, রইল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 9:59 PM

 

চারিদিকে আলোয় আলো, সঙ্গে আবার সবুজের সমাহার। ক্যাটরিনা-ভিকির নতুন বাড়ির ছাদ এভাবেই সাজিয়ে দিলেন ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান, যিনি সম্পর্কে শাহরুখ খানের স্ত্রীও বটে। গৌরীর হাতে সাজান বাগান, তাতে নকশা, দেখে অভিভূত ক্যাটরিনা। শেয়ার করেছেন ভিডিয়োও। ক্যাটের কথায়, “আলোকসজ্জা কী সুন্দর। আমার জন্য আলোকসজ্জা ভীষণ জরুরি। আর ওই গাছগুলো কী সুন্দর। যেভাবে আমার ছাদের রূপ বদলে দেওয়া হয়েছে তাতে আমি অভিভূত”। তবে শুধু ক্যাটরিনাই নয় এর আগে ফারহা খান থেকে মালাইকা অরোরা অনেকেরই বাড়ির চেহারাই বদলে দিয়েছেন গৌরী। মন্নতও সাজিয়েছেন নিজের হাতেই।

বিয়ের আগেই ভিকি ও ক্যাটরিনা ওই বিলাসবহুল ফ্ল্যাট কেনেন। একসঙ্গে সাজান দুজনের আদরের সংসার। মুম্বইয়ের প্রসিদ্ধ জায়গায় অবস্থিত ওই ফ্ল্যাটে ভিক্যাটের প্রতিবেশী বিরুষ্কা। তাঁদের প্রেমের শুরুটা কীভাবে হয়েছিল জানেন? ক্যাটরিনা কাইফ বলিউডে পা রেখেছিলেন ২০০৩ সালে। সুপারফ্লপ ছবি ‘বুম’-এর মধ্যে দিয়ে। অন্যদিকে ভিকি কৌশলের কেরিয়ার শুরু ২০১২ নাগাদ। প্রথমে সহযোগী পরিচালক হিসেবে শুরু কর্মজীবন। তারও অনেক পরে ২০১৫ তে প্রথম বড় ব্রেক ‘মাসান’। সেই অর্থে ভিকি ক্যাটরিনার ‘সিনিয়র’– বয়সেও-কাজেও। ক্যাটরিনা চিনতেন না ভিকিকে। ভিকি যদিও ছিলেন তাঁর ‘ফ্যান’।

২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না। গত ডিসেম্বরেই বিয়ে করেছেন তাঁরা। সদ্য একসঙ্গে পালন করেছেন প্রথম করওয়া চৌথ। উপোস করেছিলেন ক্যাটরিনা, ভিকির মঙ্গল কামনায়। স্ত্রী না খেয়ে রয়েছেন, ভিকি কী করে না খেয়ে থাকতে পারেন? উপোস করেছিলেন তিনিও।