ইয়ো ইয়ো হানি সিং ও গুরু রান্ধাওয়া – দু’জনেই সঙ্গীত জগতের পরিচিত মুখ। হানি ব়্যাপ গানের জন্য বিখ্যাত। ভাংড়া ও ইন্ডি পপ গানের জন্য সুখ্যাতি পেয়েছেন হানি সিং। দু’জনেই বলিউডের বেশকিছু হিট গানের অধিকারী। এবার তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন। প্রসঙ্গত, হানি সিংয়ের ব্যক্তিগত জীবনে টালমাটাল পরিস্থিতি চলছে এখন। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেছেন স্ত্রী শালিনী তালওয়ার।
এই প্রথম হানি ও গুরুকে একটি গানে একসঙ্গে অংশ নিতে দেখা যাবে। গানের প্রযোজক টি-সিরিজ। গানের জন্য বিরাট অঙ্কের বাজেটে নির্ধারিত হয়েছে। অনেক দিন আগে থেকেই হানি ও গুরুকে এক প্রজেক্টে আনার প্রচেষ্টা চলছিল। তাঁদের নিজ নিজ ব্যস্ততার জন্য হয়ে উঠছিল না সেই কাজ। গানের ট্র্যাক কী হবে, সেটি চূড়ান্ত হয়েছে। গত মাসেই গানের সুর ও কথা লক করা হয়েছে। পাঞ্জাবি বিট ও ব়্যাপের মিশ্রণে তৈরি হবে সেই গান।
গানটি নিয়ে দারুণ আশাবাদী ভূষণ কুমারও। তাঁর অ্যারেঞ্জমেন্ট বেশ ভাল লেগেছে। জানা যাচ্ছে, দুবাইয়ে শুটিং হবে। অক্টোবরের শুরুতে গানের রেকর্ডিংয়ের পরিকল্পনাও আছে। তারপরই দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে গোটা টিম।
এদিকে তোলপাড় চলছে হানি সিংয়ের জীবনে। স্ত্রী শালিনী তালওয়ার কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেছেন। ২৮ সেপ্টেম্বর, গত শনিবার, কোর্টে যেতে বলা হয়েছিল হানিকে। শরীর খারাপের কারণ দেখিয়ে তিনি সেদিন যাননি। তাঁকে ফের সময় দেওয়া হয়েছে ৩ সেপ্টেম্বর। শনিবার আদালতে গিয়ে নিজের বক্তব্য জানিয়ে এসেছিলেন শালিনী। কোর্ট এখন হানির বক্তব্য শুনতে চায়। স্ত্রীর আলাদা থাকার ব্যবস্থা নাকি করে দিয়েছেন হানি। ১৫ দিনের মধ্যে তাঁকে নতুন অ্যাপার্টমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তেমনটাই জানিয়েছেন হানির আইনজীবী।
আরও পড়ুন: “বিগ বসের বিজেতাকে বের করা হয়েছে, আমি ছাড়া আর কেই বা জিতত এই শো?”, জিশান খান
আরও পড়ুন: আজকের মেনুতে আলু-পোস্ত রাখছেন তো ঋতুপর্ণ? খোলা চিঠিতে জিজ্ঞেস করলেন প্রসেনজিৎ