Nora fatehi: নোরা ফতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন স্বীকার করে নিলেন গুরু রণধওয়া?

এর আগে গুরুর সঙ্গে মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে নোরাকে। তাঁদের ভিডিয়ো সুপারহিট হয়েছিল। বলিউডে পা রাখার পর নোরা সম্পর্কে ছিলেন নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

Nora fatehi: নোরা ফতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন স্বীকার করে নিলেন গুরু রণধওয়া?
নোরা ফতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন স্বীকার করে নিলেন গুরু রণধওয়া?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 2:59 AM

নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহি কি সম্পর্কে রয়েছেন পঞ্জাবি গায়ক গুরু রণধওয়ার সঙ্গে? বিগত বেশ কিছু দিন ধরে এই প্রশ্নেই উত্তাল বলিপাড়া। নেপথ্যে ভাইরাল হওয়া একটি ছবি। এখানেই শেষ নয়, নোরার সঙ্গে গুরুর সাম্প্রতিক পোস্টটিও যথেষ্ট ইঙ্গিতবহ, এমনটাই মনে করছেন তাঁদের ভক্তরা।

নোরাকে ‘আমার মৎস্যকন্যা’ উল্লেখ করে একটি পোস্ট করেন গুরু। পাল্টা ভালবাসা পাঠিয়েছেন নোরাও। এখানেই শেষ নয় সাম্প্রতিক অতীতে নোরা-গুরুর যে ছবিটি ভাইরাল হয়েছিল তা গোয়ার। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নোরা কথা বলছেন। তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন গুরু। অপর ছবিতে দেখা যাচ্ছে হাসি হাসি মুখে নোরাকে কিছু বোঝাচ্ছে গুরু। বিচের ধারে দুজনেরই খালি পা, বিচওয়ার। দুজনের কেমিস্ট্রি এতটাই জোরাল যে নেটিজেনদের মনে তাঁদের প্রেমের গুঞ্জনের ধারণা হতে বাধ্য।

তবে ওই পোস্টের পর আরও এক পোস্ট করেছেন গুরু। সেখানে অবশ্য দেখা যাচ্ছে নোরার সঙ্গে আবারও এক মিউজিক ভিডিয়ো =তে কাজ করতে চলেছেন তিনি। সেই কারণেই কি গোয়া যাওয়া, একসঙ্গে ছবি? সে প্রশ্নও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগে গুরুর সঙ্গে মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে নোরাকে। তাঁদের ভিডিয়ো সুপারহিট হয়েছিল। বলিউডে পা রাখার পর নোরা সম্পর্কে ছিলেন নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অঙ্গদ বিয়ে করেন নেহাকে। মাস কয়েক আগে তাঁর নাম জড়িয়েছে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে। যদিও নোরা তা নিয়ে কখনওই কিছু বলেননি। আগের কোনও গুঞ্জনের শিলমোহর না দিলেও গুরুর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর কী প্রতিক্রিয়া তা জানতেই মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন- Vicky-Katrina Honeymoon: মাথা ভর্তি সিঁদুর, হাতে হাত, হনিমুন থেকে ফিরলেন ভিক্যাট

আরও পড়ুন- Biswajit Chatterjee: ৮৫তে বিশ্বজিৎ, জন্মদিনে ‘বাপি’কে নিয়ে আবেগঘন বার্তা প্রসেনজিতের