আজ ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ‘ (Adipurush)। মুক্তির প্রথম দিনেই হল কাঁপাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের এই ছবি। মুক্তির আগে নির্মাতাদের তরফে স্থির করা হয়েছিল প্রত্যেক স্ক্রিনে (সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স) হনুমানের জন্য একটি করে সিট বরাদ্দ থাকবে। যেমন কথা, তেমন কাজ। মুক্তির প্রথম দিন হনুমানের নামে একটি সিট ফাঁকা রেখেই শুরু হয় ছবি। আর সবার সঙ্গে বসে ‘আদিপুরুষ’-এ চোখ রাখছে এক হনুমান। এমনই এক ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিগত কিছু দিন ধরেই চর্চার কেন্দ্র ‘আদিপুরুষ’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বুক করেছিলেন দর্শকরা। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই সিনেমাহলে উপচে পড়া ভিড়। যখন দর্শকেরা সিনেমা দেখতে মগ্ন, তখনই ধরা পড়ল এই অবাক করা দৃশ্য। রামভক্তদের জন্য সংরক্ষিত আসনে বসেই স্ক্রিনে চোখ রাখছে হনুমান। তাকে সাদরে আমন্ত্রণ জানান উপস্থিত দর্শকরা। হাততালি, সিটি, ‘জয় শ্রীরাম’ স্লোগানে ভরে যায় হলপ্রাঙ্গন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দর্শক হনুমানের সেই ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখে কী প্রতিক্রিয়া দর্শক তথা ভক্তদের? কেউ বলছেন, “এটা রামেরই আশীর্বাদ।” কারও আবার মত, “ভগবানের জায়গা ভগবান ঠিকই গ্রহণ করেন।” মুক্তির আগেই এই বিষয়ে সিনেমার পরিচালক ওম রাউত বলেছিলেন, “আমার বিশ্বাস যখনই রামায়ণ পড়া হয়, সেখানে হনুমানজির আবির্ভাব হয়। আর তাই আমরা প্রত্য়েক হলে হনুমানজির জন্য একটি সিট সংরক্ষিত রাখার আর্জি জানিয়েছি।” ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন ‘বাহুবলী’খ্যাত দক্ষিণী তারকা প্রভাস। তাঁর সাবলীল অভিনয় নজর কেড়েছে দর্শকের। অন্যদিকে, সীতার চরিত্রে রয়েছেন অভিনেত্রী কৃতী শ্যানন। আর রাবণের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। ‘আদিপুরুষ’ নিয়ে বেশ কিছুদিন যাবৎ দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। তাঁদের উন্মাদনাকে আরও একটু উস্কে দিতে কিছু-কিছু সিনেমাহলে ভোর ৪টের সময়ও রাখা হয়েছে শো। আতসবাজি পুড়িয়ে, ঢোল-তাসা বাজিয়ে রিলিজ়ের দিন এই ছবিকে বরণ করে নিয়েছে দর্শক। প্রেক্ষাগৃহের বাইরে ও ভিতরে, দিকে-দিকে উঠেছে ‘জয় শ্রীরাম’ স্লোগান। হলের বাইরে ঝুলছে ‘হাউস ফুল’ বোর্ড।