Naga Chaitanya: ছেলে নাগা চৈতন্যর জন্য ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ চাইছেন নাগার্জুনা? খোঁজ চলছে মেয়ের?
Marriage Gossips: সামান্থার সঙ্গে অনেক দিনের প্রেম নাগার্জুনার জ্যেষ্ঠপুত্র নাগা চৈতন্যর। তারা বিয়ে করেন ২০১৭ সালে। সেই বিয়ে ভেঙে যায় ২০২১-এ।
তাঁর প্রাক্তন ছেলের বউ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মায়োসাইটিস অসুখে ভুগছেন বহুদিন। মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। বছর শেষে সলমন খানের সঙ্গে করণ জোহরের একটি ছবিও করবেন তিনি। কোনও সম্পর্কে জড়াননি এখনও পর্যন্ত। শোনা যায়নি কোনও গসিপও। অন্যদিকে ছেলের জন্য নাকি ব্যবসায়ী পরিবার থেকে মেয়ে খুঁজছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা। সামান্থার সঙ্গে অনেক দিনের প্রেম নাগার্জুনার জ্যেষ্ঠপুত্র নাগা চৈতন্যর। তারা বিয়ে করেন ২০১৭ সালে। সেই বিয়ে ভেঙে যায় ২০২১-এ। ডিভার্সি এবং নাগার্জুনার একদা পুত্রবধূ বলে কোনও ভারতীয় নায়ক তাঁর সঙ্গে কাজ করতে চাইছিলেন না প্রথমে। সে সবকে তোয়াক্কা না করে এগিয়ে গিয়েছেন সামান্থা। সবার সব ধারণা ভেঙে নিজ চেষ্টায় কাজ করতে চাইছেন তিনি। অন্যদিকে ছেলে নাগা চৈতন্যর জন্য নাকি মেয়েও খুঁজতে শুরু করেছেন নাগার্জুনা। বিষয়টা কতটা সত্যি, জানিয়েছেন নাগা নিজে।
দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর সোবিতা ধুলিপালের সঙ্গে প্রেমের গুঞ্জনের কথা কানাঘুষো শোনা যাচ্ছিল নাগা চৈতন্যর। তাঁদের অনেক জায়গায় দেখাও গিয়েছিল একসঙ্গে। এদিকে নাগার্জুনা ছেলের জন্য ব্যবসায়ী পরিবার থেকে মেয়ে খুঁজছেন। বিষয়টির সত্যতা সম্পর্কে জানা যায়, এমনটা নাকি একেবারেই ঘটেনি। সোবিতা এবং নাগা চৈতন্যর প্রেমের সম্পর্ক ধীরে-ধীরে কৌতূহল হারাচ্ছে অনুরাগীদের কাছে। সূত্র, বলছে পুরোটাই নাকি তাঁরা গোপন রাখতে চাইছেন এই মুহূর্তে। এদিকে আরও এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে নাগা চৈতন্যর। অভিনেত্রীর নাম সাই পল্লবী।
গতবছর বলিউড অভিষেক ঘটেছে নাগা চৈতন্যর। আমির খানের ছবি ‘লাল চিং চাড্ডা’তে দক্ষিণ ভারতীয় সৈনিকের চরিত্র দেখা গিয়েছিল নাগাকে। গোটা স্ক্রিন জুড়ে বেশ ভালই কমেডি করেছিলেন নাগা। এই মুহূর্তে তিনি ব্যস্ত আছেন অন্য ছবির শুটিংয়ের কাজে। জানা গিয়েছে, তিনি নাকি বিয়ে করবেন না এই মুহূর্তে। বাবার মেয়ে খোঁজার রটনাকেও ফুৎকারে উড়িয়েছেন নাগা।