প্রযোজনা সংস্থার নামও ঠিক করে ফেলেছেন দুয়ে মিলে। নাম দিয়েছেন ‘ধোনি এন্টারটেইনমেন্ট’। প্রযোজনা সংস্থার দুই মাথা মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। দক্ষিণ ভারতে প্রথম ছবি তৈরি করতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। ক্রিকেট জগৎ থেকে অবসর নিয়ে তিনি পুরোদস্তুর প্রযোজক হতে চলেছেন। সেই ছবির পরিচালককে পেলেন ধোনি। তাঁর নাম রমেশ থামিলমণি। তিনিই লিখেছিলেন ‘অথর্ব: দ্য অরিজিন’।
ধোনি চিরকালই আইপিএল খেলেছেন চেন্নাইয়ের হয়ে। ফলে তামিল নাড়ুর প্রতি তাঁর ভালবাসা অটুট। যে কারণে তামিল ভাষাতেই তৈরি হবে ধোনি প্রযোজিত প্রথম ছবি। এবং সেটি ডাব করা হবে অন্যান্য ভারতীয় ভাষায়। শোনা যাচ্ছিল, নয়নতারা অভিনয় করবেন সেই ছবিতে। যদিও তা কিছুই নিশ্চিত নয়। আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে, কারা থাকছেন সেই ছবিতে।
ছবি সম্পর্কে পরিচালক রমেশ থামিলমণি বলেছেন, “সাক্ষীর লেখা চিত্রনাট্য যখন থেকে পড়েছি, আমি বুঝেই গিয়েছিলাম, সেটা অত্যন্ত স্পেশ্যাল হতে চলেছে। কনসেপ্ট অত্যন্ত নতুনত্ব। দর্শক আনন্দ পাবেন। এই ছবিটি পরিচালনা করার গুরু দায়িত্ব পেয়ে আমি সত্যিই ভীষণ সম্মানিত বোধ করছি।”
ধোনি এন্টারটেইনমেন্টের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মনে করি কনটেন্টই রাজা। বিষয়বস্তুকে পাথেয় করেই আমরা এগিয়ে যেতে চাই।”