AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parineeti-Raghav: গাড়ি-বাড়ির ছড়াছড়ি, রাঘব ও পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ জানেন?

Parineeti-Raghav: যদি গুঞ্জন সত্যি হয় তবে আর মাত্র দু'দিন বাদেই বাগদান সারতে চলেছেন আপনেতা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। দিল্লিতেই হবে বাগদানের অনুষ্ঠান। দু'জনেই নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত। প্রশ্ন হল, রাঘব ও পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ জানেন?

Parineeti-Raghav: গাড়ি-বাড়ির ছড়াছড়ি, রাঘব ও পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ জানেন?
রাঘব ও পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ জানেন?
| Edited By: | Updated on: May 11, 2023 | 1:06 PM
Share

যদি গুঞ্জন সত্যি হয় তবে আর মাত্র দু’দিন বাদেই বাগদান সারতে চলেছেন আপনেতা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। দিল্লিতেই হবে বাগদানের অনুষ্ঠান। দু’জনেই নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত। প্রশ্ন হল, রাঘব ও পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ জানেন? ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাঘবের থেকে অনেক বেশি আয় নায়িকার। কার ঝুলিতে রয়েছে কত? জানা যাচ্ছে রাঘবের মোট সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষের কাছাকাছি। আপ নেতা হওয়ার পাশাপাশি তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টও। সেখান থেকে আয় রয়েছে তাঁর। সাদা মাঠা জীবন যাপন করতেই পছন্দ করেন রাঘব। তাঁর রয়েছে একটি মারুতি সুইফট ডিজায়ার। রয়েছে ৯০ গ্রামের সোনাদানা যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ৯৫ হাজার টাকা। তাঁর নিজস্ব একটি বাড়িও রয়েছে। যার দাম ৩৭ লক্ষ টাকার কাছাকাছি।

অন্যদিকে পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটির কাছাকাছি। অনেক ব্র্যান্ডের মুখ তিনি। এ ছাড়াও মুম্বই সি-ফেসিং এক বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে তাঁর। রয়েছে দামি গাড়িও। যার মধ্যে রয়েছে Audi A6, Jaguar XJL and Audi Q5, Jaguar XJL-। এই প্রত্যেকটি গাড়ির বাজারমূল্য আকাশছোঁয়া। প্রসঙ্গত, বিয়ে ও বাগদান নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। বিয়ের প্রশ্ন আসতেই এড়িয়ে গিয়েছেন। কিন্তু সত্যি কি আর সত্যি চাপা থাকে? সব ঠিকঠাক থাকলে নতুন জীবন শুরু করতে আর বাকি মাত্র দুই দিন।

কোথা থেকে প্রেমের শুরুটা এই দুই জনের? লন্ডন স্কুল অব ইকোনমিক্সে দু’জনে একসঙ্গে পড়াশোনা করেছেন। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। দুজনেই ঘুরতে ভালবাসেন। রয়েছে চরিত্রগত মিলও। আর এত মিলই দুজনকে এনে দিয়েছেন কাছাকাছি। এর আগে যখন সিঙ্গল ছিলেন তখন প্রেম নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। বলেছিলেন, “আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।” যোগ করেছিলেন, “বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালবাসব। বিয়ে করতে চাইব।” অবশেষে সেই মনের মানুষের হদিশ মিলেছেন তাঁর,  বাগদানের দুই দিন আর বিয়ের মাস কয়েক বাকি।