সারা আলি খান এখন তাঁর নতুন ছবির প্রচার নিয়ে ব্যস্ত। যারা হাটকে, যারা বাঁচকে ছবি ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভাল জায়গা করে নিয়েছে। প্রথম সপ্তাহতেই তা ৫০ কোটির ঘরে প্রবেশ করার সম্ভাবনা। ভিকি কৌশল ও সারা আলি খানে জুটি জর্শকদের মনে বেশ ভাল জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই তা ৩০ কোটি ঘরে তুলেছে। সেই খুশিতে জুটি সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েও পুজোও দিলেন। প্রসাদ বিতরণ করলেন সকলের মধ্যে। ছবির প্রচারে সংসাবদ মাধ্যমের একাধিকবার মুখোমুখি হওয়া এই সারা এখন আরও এক কারমে খবরের শিরোনামে। আর তা হল শুভমন গিলের সঙ্গে সম্পর্ক। যদিও এই সম্পর্ক নিয়ে স্পষ্ট কেউ কোনও মন্তব্য না করলেও ,তাঁদের মধ্যে যে দূরত্ব বেড়েছে তা, এক স্পষ্ট হয়ে গিয়েছিল আইপিএল চলার সময়ই।
এবার সরাসরি ক্রিকেটারকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সারা। জানিয়ে দিলেন, জীবিকাটা জরুরী নয়। মনের মিল থাকাটা প্রয়োজন। মেন্টাল ম্যাচ থাকলেই সারা তাঁর গলায় মালা দিতে রাজি। ফলে তিনি যে ক্রিকেটারকেই বিয়ে করছেন, বিষয়টা এমন নয়, আবার সরাসরি নাও বললেন না মুখের ওপর। প্রসঙ্গত, সারা তেন্ডুলকর ও সারা আলি খানের মধ্যে কোন সারাকে ডেট করেন শুভমন তা নিয়ে এখনও ধোঁয়াশা। সচিন-কন্যার সঙ্গে সারাকে কোনওদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে সারা আলি খানের সঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকবার। দু’জনে মুম্বইয়ে রোম্যান্টিক ডিনার সারতে দেখা গিয়েছিল।
তারপর থেকেই গিল ও অভিনেত্রী সারা’র সম্পর্কের গুঞ্জন ওঠে। যদিও মুখে কখনও স্বীকার করেননি। সাক্ষাৎকারে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার ইঙ্গিত দিতে দেখা গিয়েছে দু’জনকেই। বর্তমান গুঞ্জন, ক্রিকেটার ও অভিনেত্রীর পথ এখন আলাদা। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছে তাঁরা। চলতি আইপিএলে সারা আলি খানের একটি মন্তব্য হইচই ফেলে দিয়েছিল। আইপিএলের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মের স্টুডিওতে নিজের ছবির প্রচারে গিয়ে সারা জানান, তাঁর পছন্দের দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি দেখতে চান। তারপর থেকেই তাঁদের মধ্যে দূরত্বের খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।