৩ ঘন্টায় ১.৩ মিলিয়ন ভিউজ! হিমেশের ‘সুরুর’ সুরে মাতোয়ারা শ্রোতা

হিমেশ তাঁর নতুন অ্যালবামের গান নিয়ে উচ্ছ্বসিত এবং শ্রোতাদের চাহিদার কারণে তাঁর আইকনিক টুপিটি বারবার ফিরে আসে।

৩ ঘন্টায় ১.৩ মিলিয়ন ভিউজ! হিমেশের ‘সুরুর’ সুরে মাতোয়ারা শ্রোতা
হিমেশ।
Follow Us:
| Updated on: Jun 11, 2021 | 4:14 PM

হিমেশের প্রথম স্টুডিয়ো অ্যালবাম ‘আপ কা সুরুর’ ৫৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। যা মাইকেল জ্যাকসনের অ্যালবাম ‘থ্রিলার’-এর পর দ্বিতীয় অ্যালবাম যার মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। ‘থ্রিলার’ অ্যালবামটি ৬৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। ১৩ বছর পর আবার সুরুর নিয়ে ফিরলেন ‘হিট মেশিন’ হিমেশ রেশমিয়া। আর সে ফেরা হল একেবারে রাজকীয়ভাবে। ২ ঘন্টায় ১.১ মিলিয়ন ভিউজ! হিমেশের নিজস্ব মিউজিক লেবেল ’রেশমিয়া মেলোডিজ’ ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেল ‘সুরুর ২০২১’।

হিমেশ তাঁর ‘আপ কা সুরুর’ অ্যালবামের মাধ্যমে দীপিকা পাডুকোনকে লঞ্চ করেছিলেন। তাই এবার ‘সুরুর গার্ল’ কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। জল্পনার অবসান হল শেষমেশ অভিনেতা করণ ওয়াহির প্রেমিকা উদিতি সিং এবার হলেন ‘সুরুর গার্ল’। দুর্দান্ত লোকেশন। কখনও মরুভূমি তো কখনও বিদেশের হাই রাইজ কেল্লা নীল জলের ক্রুজ। সব রয়েছে হিমেশের সুরুর ভিডিয়োতে। রয়েছে হিমেশের মাথায় আইকনিক টুপি ও হাতের মাইকও।

হিমেশ তাঁর শ্রোতাদের শত-শত ব্লকব্লাস্টার গান উপহার দিয়েছেন এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম থেকে আমস্টারডামের হেনিকেন মিউজিক হল সহ সারা বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামগুলিতে লক্ষ-লক্ষ শ্রোতাদের সামনে বহুবার লাইভ পারফর্ম করেছেন। তিনি তাঁর নতুন অ্যালবামের গান নিয়ে উচ্ছ্বসিত এবং শ্রোতাদের চাহিদার কারণে তাঁর আইকনিক টুপিটি বারবার ফিরে আসে। বিশ্বেব্যাপী ভক্তরা হিমেশকে তাঁর ‘ক্যাপ’ অবতারে নতুন গান নিয়ে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। ফিরে আসাটা কতটা ইতিবাচক হতে চলেছে তা অবশ্য জানাবে সময়। এখন তারই অপেক্ষা।

View this post on Instagram

A post shared by Uditi Singh (@uditisinghh)

আরও পড়ুন কাম, আসক্তি, ছলনা মিশ্রিত ত্রিকোণ প্রেম! খুনের রং লাগল শেষে ‘দিলরুবা’ তাপসীর হাতে?