Hip Hop December: কলকাতায় ফের জমকালো র‍্যাপ সিন, সিজির মুখ থেকে শুনে নিন কেমন ছিল সেই অভিজ্ঞতা…

গত ২৫ শে ডিসেম্বর কলকাতায় মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল হিপ হপ ডিসেম্বর। ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে কলকাতার বুকে প্রচুর সংখ্যক শিল্পীদের নিয়ে হয় এই অনুষ্ঠান।

Hip Hop December: কলকাতায় ফের জমকালো র‍্যাপ সিন, সিজির মুখ থেকে শুনে নিন কেমন ছিল সেই অভিজ্ঞতা...
মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয় হিপ হপ ডিসেম্বর
Follow Us:
| Updated on: Dec 27, 2021 | 1:59 PM

হিপ হপ ডিসেম্বর! অন্তমিলের আড়ম্বর না থাকলেও, নিজের মধ্যেই কেমন যেন সুর বাসা করে ফেলে এই তিন শব্দ। আর হিপ হপের কথাই যখন হচ্ছে তখন তো এই মুহূর্তে বাংলার ‘র‍্যাপ সিন’-এ একজনের নাম না বললেই নয়, রৌনক চক্রবর্তী বা সিজি। অনেকটা সংঘর্ষ পেরিয়ে আসা এই মানুষটাকে আজ শহর কলকাতা থেকে শুরু করে মফস্বলের আড্ডা নিজের করে নিয়েছে। সম্প্রতি কলকাতাতে অনুষ্ঠিত হওয়া হিপ হপ ডিসেম্বরে মাইক ধরেছিলেন তিনি। কেমন ছিল সেই অভিজ্ঞতা? টিভি নাইন বাংলাকে জানালেন স্বয়ং রৌনক চক্রবর্তী।

গত ২৫ শে ডিসেম্বর কলকাতায় মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল হিপ হপ ডিসেম্বর। ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে কলকাতার বুকে প্রচুর সংখ্যক শিল্পীদের নিয়ে হয় এই অনুষ্ঠান। বিটবক্স সাইফার থেকে শুরু করে র‍্যাপ সাইফার, ওপেন টু অল ড্যান্স থেকে লাইভ গ্রাফিটি সব মিলিয়ে জমকালো ছিল এই শো। শহরের পুরোনো অলি গলির আধুনিকতা একসঙ্গে গলা মিলিয়েছিল সেখানে। আর দর্শক? দর্শকদের ভূমিকা ঠিক কতটা ছিল?

Hip Hop December in Kolkata ft. Cizzy

অনুষ্ঠানে বিট ধ্বংসে মেতেছেন সিজি

সিজি জানান, ‘আমরা একেবারেই ভাবতে পারিনি যে ৫০০ থেকে ৫৫০ মানুষের ভিড় আমাদের পারফর্ম করতে দেখবে। আর শুধু তাই না, ওরা আমাদের গান আমাদের সঙ্গে গেয়েছে পুরো সময় ধরে। প্রত্যেক আর্টিস্টের নিজস্ব অডিয়েন্স ছিল। যাদের ‘সাপোর্টিভ’ বলব না, সেটা বললে খুব আন্ডার স্টেটমেন্ট হবে। ওরা আমাদের সব গান জানতো। ফ্যান ঠিক না, ওরা আমাদের বন্ধুই ছিল।’

সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘বিপ্লব আন্দোলন এই সব কিছু ছাড়িয়ে হিপ হপের আসল মন্ত্র হল একসঙ্গে দল বেঁধে এসে হইহুল্লোড় করা। আর সেটা আমরা করতে পেরেছি, সেজন্য খুব ভাল লাগছে।’ সব মিলিয়ে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সিজি বলেন, ‘সবচেয়ে ভাল লাগার বিষয় হল যে অনুষ্ঠানে অনেক ধরনের আর্টিস্ট ছিল। ওল্ড স্কুল আর্টিস্ট অভিক, অলৌকিক, হার্ডনক যেমন ছিল তেমনই জসজয়েন্ট, ইএসকিউ, প্রমিস, কিয়ানের মতো নিউ স্কুল র‍্যাপারও ছিল। এই মিশেলটা এত ভাল স্ট্রাইক করেছে যেটা আমার দারুন লেগেছিল।’

Hip Hop December in Kolkata ft. Cizzy

একাধিক আর্টিস্টদের নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান

অনুষ্ঠানের পাশাপাশি লাইভ গ্রাফিটির জায়গা ঘিরেও তৈরি হয়েছিল একটা জমায়েত। এছাড়াও ছিল কেক শপ। সেখানে রকমারি কেকও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দর্শকদের জন্য। এমনকি লাইভ গ্রাফিটি সেশনে যে গ্রাফিটি তৈরি হয়েছিল সেটা কেনার সুযোগও পাবেন আপনি। কেনার জন্য ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশনে যোগাযোগ করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আগামীদিনে কলকাতায় হিপ হপের এরকমই আরো স্ট্যান্ড আউট শো যে হতে চলেছে সেটার আগাম বার্তা দিয়ে দিল মোহিত মৈত্র মঞ্চ। এবার বাকিটা ২০২২-এর জন্যই তোলা থাকল সিজির মতো আরও অনেক দক্ষ হাতে।

আরও পড়ুন: Rap Culture In Bengal : বাংলা র‍্যাপে শহর কলকাতার চেয়েও এগিয়ে মফস্বলের মানুষ, অকপট Cizzy