AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raghav-Parineeti: শ্বশুরবাড়িতে প্রথমদিন, কীভাবে রাঘব-পরিণীতিকে স্বাগত জানাল চাড্ডা পরিবার?

Raghav-Parineeti: পরিণীতি চোপড়াকে তাই স্বাগত জানাতে এবার বিশাল আয়োজন হল চাড্ডা পরিবারে। ঢোল বাজনা সহকারে নবদম্পতিতে স্বাগত জানান হল পরিবারে। সকলে মিলে এই বিশেষ দিনে নতুন নতুন খেলার আয়োজন করেছিলেন। যেখানে ছিল একে অন্যের বিষয় ঠিক কতটা জানে তার একটি দীর্ঘ তালিকা।

Raghav-Parineeti: শ্বশুরবাড়িতে প্রথমদিন, কীভাবে রাঘব-পরিণীতিকে স্বাগত জানাল চাড্ডা পরিবার?
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 6:49 PM
Share

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া, এক কথায় বলতে গেলে স্বপ্নের মত ছিল এই জুটির বিবাহ আসর। নতুন বরের জন্য গানও বেঁধেছিলেন পরিণীতি, মুক্তি পেয়েছিল তাঁদের বিয়ের ছবি, ভিডিয়ো। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহভর কেবলই এই জুটির চর্চাই ছিল সর্বত্র তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের একাধিক মুহূর্ত। ক্রিকেট ম্যাচ সেলিব্রেশনের মাধ্যমে যে বিয়ের আসর শুরু হয়েছিল, তার রেশ এখনও বর্তমান। প্রতিটা পদে পদে যেখানে একটা বিষয় স্পষ্ট হয়ে দাঁড়ায়, তাঁদের বিয়ের ইভেট বেশ গুছিয়ে প্ল্যান করা হয়েছিল। আর সেই প্ল্যানিং-এর তালিকা থেকে বাদ থাকবে না বধূবরণ তা কি হয়?

পরিণীতি চোপড়াকে তাই স্বাগত জানাতে এবার বিশাল আয়োজন হল চাড্ডা পরিবারে। ঢোল বাজনা সহকারে নবদম্পতিতে স্বাগত জানান হল পরিবারে। সকলে মিলে এই বিশেষ দিনে নতুন নতুন খেলার আয়োজন করেছিলেন। যেখানে ছিল একে অন্যের বিষয় ঠিক কতটা জানে তার একটি দীর্ঘ তালিকা। অন্যদিকে আংটি খেলার মতো কিছু সাবেকি নিয়মও পালন করা হল। এখানেই শেষ, সঙ্গে রইল মিষ্টি বিতরণ পর্বও। নববধূকে বরণ করে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হল। অন্যদিকে একইভাবে পাল্লা দিয়ে বাড়িতে চলছে খাওয়া দাওয়ার আয়োজন।

এদিন সকাল থেকেই রান্নাবান্নার তোরজোর ছিল তুঙ্গে। একের পর এক অনুষ্ঠানে এদিন জুটিও গা ভাসালেন। কারণ প্রতিটা মুহূর্ত এদিন বিশেষভাবে সাজান ছিল তাঁদের জন্যই। এই জুটির বিয়ে নিয়ে গত এক বছর ধরেই চর্চা ছিল তুঙ্গে। তাঁদের একাধিকবার প্রকাশ্যে দেখা গেলেও সম্পর্কের কথা প্রাথমিকভাবে চেপে গিয়েছিলেন তাঁরা। তারপর কোথাও গিয়ে যেন সবটাই খুব দ্রুত গতিতে হয়ে যায়। যদিও বিশেষ কিছু কারণ বশত তাঁদের হানিমুন হচ্ছে না বলেই মিলছে খবর।