How to get tickets only 75/-: কীভাবে পাবেন মাত্র ৭৫ টাকায় সিনেমার টিকিট সিনেমা দিবসে, রইল তার হদিশ
How to get tickets only 75/-: এছাড়া আঞ্চলিক ভাষার ছবি রয়েছে যা সেই সব অঞ্চলে দেখানো হচ্ছে। যেমন, বাংলার ক্ষেত্রে বাংলা ছবিও দেখানো হবে ৭৫ টাকায়।
২৩ সেপ্টেম্বর জাতীয় সিনেমা দিবস। সারা ভারতের মাল্টিপ্লেক্সে মাত্র ৭৫ টাকা টিকিটে উদযাপিত হবে এই উৎসব। কোভিড পরবর্তী দর্শকদের আবার সিনেমা হলের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ। প্রথম ৩ সেপ্টেম্বর এই উদ্যোগ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মাত্র ৩ জলার খরচা করে সিনেমা হলে সিনেমা দেখতে পান সিনেমাপ্রেমী মানুষ। ভারতে প্রথমে ১৬ সেপ্টেম্বর এই উৎসব পালিত হওয়ার কথা ছিল। কিন্তু দর্শক যাতে বেশি সংখ্যক ছবি দেখতে পান, তাই তারিখ বদল, জানানো হয় মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম বুকিং। আপনিও যদি এই উৎসবের অংশ হতে চান কীভাবে সংগ্রহ করবে টিকিট রইল তার হদিশঃ
কীভাবে শুধুমাত্র ৭৫ টাকায় সিনেমার টিকিট বুক করবেন:
অনলাইন সিনেমার টিকিট বুকিং ৭৫ টাকায়
শুধুমাত্র এই মাল্টিপ্লেক্সগুলোতে হচ্ছে সিনেমা দিবস।
BOOKMYSHOW, PVR Cinemas, Paytm, INOX, CINEPOLIS, CARNIVAL
এদের অনলাইনে গিয়ে কী কী করবেন-
১. আপনার আসন নির্বাচন করুন
আপনার চলচ্চিত্র নির্বাচন করুন (বুকিং তারিখ অবশ্যই ২৩ শে সেপ্টেম্বর দিতে হবে)
২. বুক টিকিটে ক্লিক করুন (মূল্য ৭৫ টাকা দেখাচ্ছে)
আসন নির্বাচন করুন এবং পেমেন্টের জায়গায় যান
টাকা দিন।
দ্রষ্টব্য- আপনি যদি অনলাইনে বুক করেন, তাহলে আপনি শুধুমাত্র ৭৫ টাকায় সিনেমার টিকিট পাবেন না, কিছু অতিরিক্ত চার্জ দিতে হবে। অনেক ক্ষেত্রে সেটা ৮০টাকা হচ্ছে ইন্টারনেট মুল্য ধার্য করে।
৭৫ টাকায় অফলাইন সিনেমার টিকিট বুকিং-
২৩শে সেপ্টেম্বর ২০২২-এ আপনার নিকটস্থ বা যে কোনও সিনেমায হলের টিকিট কাউন্টারে যান
এবং শুধুমাত্র ৭৫ টাকায় আপনার সিনেমার টিকিট কিনুন (শুধুমাত্র ২৩ শে সেপ্টেম্বরে যে সিনেমাগুলো দেখানো হচ্ছে তার শোগুলির জন্য)
কোন কোন সিনেমা দেখানো হচ্ছে
১. ব্রহ্মাস্ত্র (৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে)
২. চুপ (২৩ তারিখই মুক্তি পাচ্ছে)
৩. সীতা রমন (২ সেপ্টেম্বর হিন্দি ভার্সান মুক্তি পেয়েছে, সেটাই দেখানো হবে)
৪. সিয়া (২৩ তারিখই মুক্তি পাচ্ছে)
৫. অবতার (২৩ তারিখই মুক্তি পাচ্ছে নতুন করে)
এছাড়া আঞ্চলিক ভাষার ছবি রয়েছে যা সেই সব অঞ্চলে দেখানো হচ্ছে। যেমন, বাংলার ক্ষেত্রে বাংলা ছবিও দেখানো হবে ৭৫ টাকায়। তেমন তামিল, তেলেগু ছবিও সেখানে দেখানো হবে। তবে গোল্ড শোর টিকিট ৭৫ টাকায় পাওয়া যাচ্ছে না।
মুম্বই, কলকাতা, পুণের মতো বড় শহরে শুরু হয়েছে টিকিট বুকিং, বাকিগুলোও শুরু করে দেবে। প্রথম ছবি হিসেবে ব্রহ্মাস্ত্র-র শেষ খবর পাওয়া পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে প্রায় ৫.৯৯ লাখ। ২৩ তারিখ শুক্রবার নিয়মিত ছবি মুক্তির দিন। সেই দিন মুক্তি পাচ্ছে পরিচালক আর বাল্কির চুপ, যেখানে ডুলকর সলমন, সানি দেওল অভিনয় করছেন। রয়েছে আর মাধবন অভিনীত ধোকা-রাউন্ড দ্য কর্নার। আর ডিসেম্বরে অবতার ছবির সিক্যুয়েল মুক্তি পাবে। তার আগে আর একবার নতুন করে মুক্তি পাচ্ছে এই ছবি।