Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যা দেখছি তাই-ই তো বলছি’, বিতর্কের মাঝেই অনুপমকে নিয়ে অকপট ইমন

Anupam Roy: ভোলেননি ইমন চক্রবর্তী। যার হাত ধরে উত্থান, পরিচিতি, জাতীয় পুরস্কার--- আজ এত বছর কেটে গেলেও সেই মানুষের গুরুত্ব একই রকম রয়েছে ইমন চক্রবর্তীর কাছে। মানুষটি আর কেউ নয়, সঙ্গীতকার ও সঙ্গীতশিল্পী অনুপম রায়।

'যা দেখছি তাই-ই তো বলছি', বিতর্কের মাঝেই অনুপমকে নিয়ে অকপট ইমন
, অনুপমকে নিয়ে অকপট ইমন
Follow Us:
| Updated on: Dec 26, 2023 | 8:12 PM

 

ভোলেননি ইমন চক্রবর্তী। যার হাত ধরে উত্থান, পরিচিতি, জাতীয় পুরস্কার— আজ এত বছর কেটে গেলেও সেই মানুষের গুরুত্ব একই রকম রয়েছে ইমন চক্রবর্তীর কাছে। মানুষটি আর কেউ নয়, সঙ্গীতকার ও সঙ্গীতশিল্পী অনুপম রায়।

অনুপমকে নিয়ে আবেগঘন ইমন, এক মিষ্টি ছবি শেয়ার করে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকার অকপট মন্তব্য, “অনুপম দা, তুমি গান না বানালে আমার যে কী হত…”। অনুপম চিরকালই বিনয়ী। তাই ইমনের ওই মন্তব্যে ‘কলার উঁচু’ করা মন্তব্য নয়। বরং তিনি লিখেছেন, “হয়তো আরও ভাল হতো”। এই কথার সঙ্গে একেবারেই সহমত নন ইমন। তাঁর পাল্টা উত্তর, “যা দেখছি তাই তো বলছি আমি বাপু।”

ইমন ও অনুপমের এই মিষ্টি কথোপকথন মন দিয়ে উপলব্ধি করেছেন নেটিজেনরাও। দুই শিল্পীর মধ্যে সম্পর্ক তো এরকমই হওয়া উচিৎ এমনটাই মনে করেছেন তাঁরা। একজন লিখেছেন, ” দুইজন প্রিয় মানুষকে এক ফ্রেমে দেখা কী যে আনন্দের!” আর একজনের বক্তব্য, “এত মিষ্টি মানুষ আগে দেখিনি। উন্নতির শিখরে থেকেও মাটির কাছাকাছি। আর এটিই তাঁদের ইউএসপি।” প্রাক্তন ছবির আইকনিক ‘তুমি যাকে ভালবাস’র রচয়িতা ও সুরকার ছিলেন অনুপম। আর সেই গান গেয়েই ইমন পান জাতীয় পুরস্কার। এর পর যদিও আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইমনকে। এই মুহূর্তে বাংলার প্রথম সারির সঙ্গীতশিল্পী তিনি। আর অনুপম? তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও তাঁর কাজের কদর সারা বিশ্বে।