‘কামিং সুন’, নতুন কী নিয়ে আসছেন ইমন-নীলাঞ্জন?
সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করেছেন ইমন। উপরে লেখা ‘কামিং সুন’। ভোকাল-ইমন চক্রবর্তী। মিউজিক অ্যারেঞ্জমেন্ট- নীলাঞ্জন ঘোষ।
ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং নীলাঞ্জন ঘোষ। সুরের সঙ্গে ঘর করা দুটো মানুষ ঘর বেঁধেছেন। সেই ঘরে সুরের নিত্য যাওয়া-আসা। লকডাউনে মন ভাল নেই কারও। তাই মন ভাল করার রসদ দিতে একসঙ্গে হাজির দম্পতি। হঠাৎ করেই তৈরি হয়েছে নতুন গান। আর কিছুদিন পরেই মুক্তি পাবে বলে জানালেন ইমন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করেছেন ইমন। উপরে লেখা ‘কামিং সুন’। ভোকাল-ইমন চক্রবর্তী। মিউজিক অ্যারেঞ্জমেন্ট- নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু খুব তাড়াতাড়ি আসছে’। ইমন চক্রবর্তী প্রোডাকশনে নজর রাখার কথাও জানিয়েছেন তিনি।
View this post on Instagram
নতুন কী আসছে? ইমন শেয়ার করলেন, “লকডাউনের আগে এক বেলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। আমি, নীলাঞ্জন, যে ভাই আমাদের গাড়ি চালায় সে, আর বন্ধু শুভদীপ। আমি আর নীলাঞ্জন একসঙ্গে থাকলে সারাক্ষণই গান বাজনার মধ্যে থাকি। আমাদের খুব পছন্দের গান বিশাল ভরদ্বাজের কম্পোজিশন, গুলজারের লেখা ‘পানি পানি রে’ সে দিন আমরা শুট করি। শুভদীপ বলল, ক্যামেরাও রয়েছে, তোরাও রেডি, চল গানটা শুট করি। যেতে যেতেই গানটা শুট করেছি। পানাগড়ের জঙ্গলের মধ্যে শুট করলাম। যেখানে সুন্দর জায়গা দেখেছি দাঁড়িয়ে আধ ঘণ্টার মধ্যে শুট করে ফেলেছি। সেটাই রিলিজ করবে।”
গত পয়লা বৈশাখে ইমন-নীলাঞ্জনের কাজ ‘সৃজন ছন্দে’ দেখেছেন দর্শক। সেটাই ছিল বিয়ের পর দম্পতির প্রথম কাজ। এটা সেই অর্থে যুগলের দ্বিতীয় কাজ। ইমন বললেন, “মে মাসের শেষে রিলিজ করব ভেবেছি। সে সময় একটু বৃষ্টি হবে শুনলাম। আর এই সময়ে রিলিজ করার একটাই কারণ, এখন এত নেগেটিভিটি চারদিকে, মানুষের কাজ নেই, আমরা মিউজিশিয়ানরা বাড়িতে বসে আছি। এ সময় একটা কাজ যদি কিছু মানুষকে আনন্দ দিতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা।”
আরও পড়ুন, কোনও বিয়েই টেকেনি, সেটা শ্বেতার দুর্ভাগ্য, বললেন প্রথম স্বামী রাজা