কোনও বিয়েই টেকেনি, সেটা শ্বেতার দুর্ভাগ্য, বললেন প্রথম স্বামী রাজা
অভিনব সাংবাদিকদের জানিয়েছেন, চার বছরের ছেলে রেয়াংশের নিয়ে শ্বেতার সঙ্গে যে তাঁর ঝামেলা হয় তা নাকি আগেই রাজাকে জানিয়েছিলেন তিনি।
গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী (Actress) শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) এবং তাঁর প্রাক্তন স্বামী অভিনব কোহলি। তাঁদের বাদানুবাদ প্রকাশ্যে আসে। হস্তক্ষেপ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও। এ বার গোটা ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন শ্বেতার প্রথম স্বামী রাজা চৌধুরি। প্রসঙ্গত, অভিনব শ্বেতার দ্বিতীয় স্বামী। কিন্তু দু’জনের সঙ্গেই অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।
অভিনব সাংবাদিকদের জানিয়েছেন, চার বছরের ছেলে রেয়াংশের নিয়ে শ্বেতার সঙ্গে যে তাঁর ঝামেলা হয় তা নাকি আগেই রাজাকে জানিয়েছিলেন তিনি। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজা জানান, গত বছর অভিনবের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ করেন, রাজা এবং শ্বেতার পেয়ে পলক তিওয়ারি। যিনি শ্বেতার সঙ্গেই থাকেন। রাজা জানান, অভিনবের বিরুদ্ধে মেয়ে এমন গুরুতর অভিযোগ তোলায় বাবা হিসেবে তিনি আসল সত্যিটা জানতে অভিনবের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
শ্বেতা এবং অভিনবের বর্তমান সমস্যা নিয়ে রাজার মতামত জানতে চাওয়া হলে রাজা বলেন, “আমার এবং অভিনবের সঙ্গে যা যা নিয়ে শ্বেতার সমস্যা তৈরি হয়েছে, দুটোর ধরনই এক। সে কারণেই শ্বেতাকেও একই কথা সকলে জিজ্ঞেস করছেন। শ্বেতা ভাল স্ত্রী এবং ভাল মা। আমি বলব, এটা ওর দুর্ভাগ্য যে ওর ক্ষেত্রে ইতিহাসের পুনরাবৃত্তি হল। দ্বিতীয় বিয়েও কোনও কারণে টেকেনি। কিন্তু তার জন্য ও খারাপ মানুষ, এটা বলা ঠিক নয়।”
অভিনব বারংবার অভিযোগ করেছেন, ছেলে রেয়াংশের সঙ্গে শ্বেতা নাকি দেখা করতে দেন না। এ প্রসঙ্গে রাজা বলেন, “অভিনবের অভিযোগ সত্যি হলে এটা শ্বেতার ভুল। কারণ দম্পতির মধ্যে সমস্যা থাকতেই পারে। কিন্তু একজন বাবার সঙ্গে তাঁর সন্তানকে দেখা করতে দেওয়া উচিত। বাবা তো সন্তানের ক্ষতি করবে না। বাকি ওদের যা সমস্যা, সেটা নিয়ে কোনও কথা বলতে চাই না।”
শ্বেতা এবং রাজা ১৯৯৮-এ বিয়ে করেন। ২০০০-এ তাঁদের সন্তান পলকের জন্ম। নয় বছরের দাম্পত্য সম্পর্কের পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অন্যদিকে ২০১৩-এ অভিনবকে বিয়ে করেন শ্বেতা। ২০১৬-এ তাঁদের সন্তান রেয়াংশের জন্ম। ২০১৭-এ অভিনবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন শ্বেতা। ২০১৯-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।