Iman Chakraborty: ‘… গলাটা মনে হয় খুব হেঁড়ে আমার’, কোন প্রসঙ্গে বললেন ইমন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 03, 2023 | 8:08 PM

Iman Chakraborty: শীতের সন্ধেতে তানপুরা নিয়ে রেওয়াজে বসেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। যেই না রেওয়াজ শুরু করতে যাবেন, অমনি বিপত্তি।

Iman Chakraborty: ... গলাটা মনে হয় খুব হেঁড়ে আমার, কোন প্রসঙ্গে বললেন ইমন?
ইমন চক্রবর্তী।

Follow Us

শীতের সন্ধেতে তানপুরা নিয়ে রেওয়াজে বসেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। যেই না রেওয়াজ শুরু করতে যাবেন, অমনি বিপত্তি। কোলে এসে বসল বুলবুলি। ইমন বারবার নামার জন্য অনুরোধ করলেও যে কে সেই। গায়িকা ছেড়ে নামার বিন্দুমাত্র ইচ্ছে নেই তাঁর। অতঃপর ইমনের রেওয়াজে বালি। সব উঠল লাটে। ইমনের কপট অভিমান, “ও আর বড় হবে না। আমার রেওয়াজ একদম এনার পছন্দ নয়। গলাটা মনে হয় খুব হেঁড়ে আমার…”। প্রশ্ন, কে এই বুলবুলি? বুলবুলি আদপে ইমনের পোষ্য। চারপেয়ে হলেও সে গায়িকার বড় আদরের। তাই রেওয়াজে বাদ সাধলেও তার ক্ষেত্রে সবটাই ‘সাত খুন মাপ’। পরিবারের সঙ্গে সব সময় জুড়ে থাকেন ইমন। সে প্রমাণ মিলেছে বহুবার। এ বছরের শুরুটাও রোম্যান্টিক ভাবে শুরু হয়েছিল তাঁর।

স্বামী নীলাঞ্জন দাসের সঙ্গে চুম্বনের ছবি দিয়েই বছর শুরু করেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। একটি ছবি পোস্ট করেন যে ছবি ভরা আদরে-সোহাগে। ঘরোয়া পোশাকে দুজনের ঠোঁট দুজনকে করেছে আলিঙ্গন। আর ইমনও জানিয়েছিলেন নতুন বছরের শুভেচ্ছা। এমনিতে বহুবার ট্রোলের মুখোমুখি হলেও এই ছবিতে ট্রোল্ড হতে হয়নি তাঁকে। বরং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাঁদের ভালবাসাকে কুর্নিশ নেট নাগরিকদের একটা বড় অংশের। এ তো গেল প্রেমের কথা। বছরের শেষ দিনও ইমনের কাছে ছিল দারুণ স্পেশ্যাল। হবে নাই-বা কেন, যে মানুষটার সঙ্গে একটা বার কথা বলার জন্য কত চেষ্টা করেছেন তাঁর সঙ্গেই শো করতে এসে আবেগঘন হয়ে পড়েছিলেন গায়িকা। মানুষটির নাম মীর আফসার আলি।

মীরের সঙ্গে ট্রেনযাত্রার এক ছবি শেয়ার করে ইমন লিখেছিলেন, “তুমি হয়তো জান না, মীর আফসার আলি, যখন হাউ মাউ খাউ হতো তখন কতবার ফোন করে বলেছিলাম একবার মীরদার সঙ্গে কথা বলব।। বলিয়ে দাও। কেউ শোনেনি।” ওই রিয়ালিটি শো’য়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত মীরকে। সাফল্য তখনও ইমনকে ছোঁয়নি। ই পছন্দের মানুষের সঙ্গে কথা বলতে চেয়েও বারেবারেই ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’। ইমন লিখছেন, “আজকে মালদহ যাওয়ার পথে এক ট্রেনে এ প্রায় পাশাপাশি বসে যাওয়া। আর এই ছবিটা তোলা। আমার কাছে অনেক বড় পাওয়া। তুমি আমাদের ইমোশন মীর। তোমাকে আমরা খুব ভালবাসি।” প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ইমনের গান ‘মনের মতো পাগল পেলাম না’। গানটির মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন সপ্তর্ষি চৌধুরী, মণিকা দে, অমিত দাস। গানটির সুর ও কথা দেবজ্যোতি কর।

Next Article