Iman Chakraborty: কেন এবারের জন্মদিন কখনও ভুলতে পারবে না ইমন, জানালেন মন খুলে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 14, 2023 | 2:23 PM

Bengali Singer: অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা তাঁদের আদরের দিদিমণিকে সম্মান জানাতে জন্মদিনের আগের দিনই আয়োজন করেছিলেন এক দারুণ সারপ্রাইজ়ের। কী সেই সারপ্রাইজ়? খোঁজ নিল TV9 বাংলা।

Iman Chakraborty: কেন এবারের জন্মদিন কখনও ভুলতে পারবে না ইমন, জানালেন মন খুলে
'নবনীড়' বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে ইমন।

Follow Us

১৩ সেপ্টেম্বর জন্মদিন ইমন চক্রবর্তীর। এ বছর ৩৪ বছরে পা দেবেন গায়িকা। হাওড়া লিলুয়ার মেয়ে ইমন চিরকালই গান নিয়ে থেকেছেন। অল্প বয়সেই পেয়েছেন সাফল্য। বর্তমান যুগের আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, ছবির গানে পারফর্ম করে অন্যতম আসন দখল করে নিয়েছেন ইমন। অল্প বয়সেই তৈরি করেছেন গান শেখানোর প্রতিষ্ঠান ‘ইমন সঙ্গীত অ্যাকাডেমি’। সেই অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা তাঁদের আদরের দিদিমণিকে সম্মান জানাতে জন্মদিনের আগের দিনই আয়োজন করেছিলেন এক দারুণ সারপ্রাইজ়ের। কী সেই সারপ্রাইজ়? খোঁজ নিল TV9 বাংলা।

বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রম ‘নবনীড়’-এ জন্মদিন পালন করা হল ইমনের। পুরোটাই আয়োজন করেছিলেন ইমনের ‘ইমন সঙ্গীত অ্য়াকাডেমি’র ছাত্রছাত্রীরা। সোশ্য়াল মিডিয়ায় সব ছবি পোস্ট করেছেন ইমন। এবং সেই সঙ্গে লিখেছেন একটি অসাধারণ নোটও।

ইমন লিখেছেন, “আগামীকাল আমার জন্মদিন। সেই উপলক্ষে আমার ছাত্রছাত্রীরা এবং আমার প্রোডাকশনের সকল সদস্যরা মিলে আজ আমাকে একটি সারপ্রাইজ় দিল। তাঁদের উদ্যোগে নবনীড় বৃদ্ধাশ্রমের সকল আবাসিকদের সঙ্গে আমি এবং আমরা সময় কাটালাম। জন্মদিনের আগের দিন এর থেকে বেশি আনন্দের এবং এর থেকে বেশি পাওয়া কিছু হতে পারে না। আমি ধন্যবাদ জানাই আমার সকল ছাত্রছাত্রী এবং আমার টিম মেটসদেরকে। যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকের দিনটা সফলভাবে কাটাতে পেরেছি। আশা করব তাঁদের আশীর্বাদ আমার চলার পথের পাথেয় হবে।”

কেবল যাওয়া এবং গান শোনানো হয়। ইমন এইদিনটা গোটাটাই কাটালেন নবনীড়ে। আবাসিকদের সঙ্গে খাওয়া-দাওয়া, তাঁদের গানের সুরে তাল মেলানো, প্রত্যেকের সুখ-দুঃখ ভাগ করে দিলেন গায়িকা। পেলেন বুকভরা ভালবাসা এবং আশীর্বাদ।

উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবি ‘প্রাক্তন’-এ প্রথম প্লেব্যাক করেছিলেন ইমন। সেই ছবিতে ‘তুমি যাকে ভালবাসো’ গেয়ে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন ২০১৭ সালে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে।

Next Article