AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SS Rajamouli-RRR: গোল্ডেন গ্লোবসের আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পোশাকে নজর কাড়লেন এসএস রাজামৌলী

Golden Globes Awards: গোল্ডেন গ্লোবসের মঞ্চে 'আরআরআর' জয় করল সেরার গানের শিরোপা। ‘বেস্ট পিকচার নন ইংলিশ’ বিভাগেও মনোনয়ন পেয়েছিল এই ছবি।

SS Rajamouli-RRR: গোল্ডেন গ্লোবসের আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পোশাকে নজর কাড়লেন এসএস রাজামৌলী
সোনালি দিন...
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 1:49 PM
Share

৮০তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে সকলের মন জয় করে নিয়েছে দক্ষিণ ভারতীয় ছবি ‘আরআরআর’। সেরা গানের পুরস্কার পেয়েছে ছবির ‘নাট্টু নাট্টু’ গানটি। গানের পাশাপাশি বাহবা কুড়িয়েছে ছবির পরিচালক এসএস রাজামৌলীর ভারতীয় পোশাক। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে ধুতি পরে এসেছিলেন রাজামৌলী। কালো রঙের পাঞ্জাবীর সঙ্গে তিনি পরেছিলেন লাল রঙের ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং লাল দোপাট্টা। কেবল তিনিই নন, ছবির নায়ক রামচরণ পরেছিলেন কালো বন্ধগলা পাঞ্জাবী। যদিও জুনিয়র এনটিআরের পরনে ছিল বিদেশি পোশাকই। তিনি পরেছিলেন কালো সুট।

গোল্ডেন গ্লোবসের মঞ্চে ‘আরআরআর’ জয় করল সেরার গানের শিরোপা। ‘বেস্ট পিকচার নন ইংলিশ’ বিভাগেও মনোনয়ন পেয়েছিল এই ছবি। কিন্তু সেই পুরস্কার হাতছাড়া হয়ে গিয়েছে। সেই পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ছবি ‘১৯৮৫’।

নিজ-নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবি শেয়ার করেছেন রামচরণ এবং জুনিয়র এনটিআর। আনন্দ উৎসবের মুহূর্ত তুলে ধরেছেন তাঁরা। জুনিয়র এনটিআর অভিনন্দন জানিয়েছেন ‘নাট্টু নাট্টু’ গানের কম্পোজ়ার এমএম কিরাবাণীকে।

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবির এই জয়জয়কার দেখে উচ্ছ্বসিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে অভিনন্দন জানিয়েছেন টিম ‘আরআরআর’কে। তিনি টুইটে লিখেছেন, “এটি একটি দুর্দান্ত সাফল্য। সকল ভারতীয় আজ গর্বিত এই পুরস্কারে।”

গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা গানের মনোনয়নে ‘আরআরআর’-এর ‘নাট্টু নাট্টু’কে টেক্কা দিয়েছে বেশ কিছু বিদেশি গান। যেমন লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটি, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবিতে রিহানার গাওয়া ‘লিফট মি আপ’, আমেরিকান পপ গায়িকা টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’। এদের সকলকে হারিয়ে ‘নাট্টু নাট্টু’ পেল সেরা গানের তকমা। অস্কারের সেরা গানের মনোনয়ন তালিকাতেও জায়গা করে নিয়েছে এই গান। সেখানেও জয়জয়কার হয় কি না এখন সেটাই দেখার।