Independence Day 2022: কাঁটাতার ছাপিয়ে সুরের বন্যা, পাকিস্তানি শিল্পীর রুবাবে বেজে উঠল ‘জন গণ মন’
Independence Day 2022: সীমান্ত পেরিয়ে, কাঁটাতার এড়িয়ে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে পাকিস্তানি শিল্পী সিয়াল খান রুবাবে বাজালেন ভারতের জাতীয় সঙ্গীত।

সুরের কোনও ধর্ম হয় না। হয় না আমার-তোমার। সে সীমারেখা মানে না, বোঝে না বিভেদ। কাঁটাতারের তোয়াক্কা নেই তার। এবার সেই সীমান্ত পেরিয়ে, কাঁটাতার এড়িয়ে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে পাকিস্তানি শিল্পী সিয়াল খান রুবাবে বাজালেন ভারতের জাতীয় সঙ্গীত। পাহাড় আর সবুজের কোলে মিশে, সাদা পোশাকে জানিয়ে দিলেন প্রতিবেশী রাষ্ট্রের গৌরবের দিনে এ তাঁর সামান্য উপহার। ক্যাপশনে লিখলেন, ‘সীমার ওপারে বন্ধুদের জন্য আমার একটা ছোট্ট গিফট’। পাশাপাশি দুই দেশের জাতীয় পতাকার ইমোজি আঁকতেও ভুললেন না শিল্পী।
মুগ্ধ হয়ে শুনল দুই দেশের মানুষই। প্রশংসা ছড়িয়ে পড়ল দুই দেশ থেকেই। কেউ লিখলেন, ‘বাহ’। আবার কারও মতে, ‘স্বাধীনতা দিবসে এর চেয়ে ভাল উপহার আর বোধহয় না”। রুবাব আদপে আফগানিস্তানের এক সঙ্গীতের যন্ত্র। দেখতে খানিক এসরাজের মতো। তবে ঠিক এসরাজও নয়। প্রতিটি সুরেই রয়েছে অদ্ভুত এক মাদকতা।
স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি হল আজ। এই দিনটিকে বিশেষ করতে তুলতে বিগত এক বছর ধরে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদির অমৃত মহোৎসব। এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “স্বাধীনতা সংগ্রামের সময় এমন একটা বছরও যায়নি যখন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের নৃশংস অত্যাচারের শিকার হতে হয়নি। আজকের দিনটা ওনাদের সম্মান জানানোর দিন। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন মনে রাখা উচিত। গান্ধীজী, ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, রানি লক্ষ্মীবাই, নেতাজী সুভাষচন্দ্র বসু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ভিত তৈরি করে দিয়েছিলেন। শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামীরাই নন, দেশের গণতন্ত্রের ভিত প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারী জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দকেও শ্রদ্ধা জানাই।”
Here’s a gift for my viewers across the border. ???? pic.twitter.com/apEcPN9EnN
— Siyal Khan (@siyaltunes) August 14, 2022
