প্রতিবছর অস্ট্রেলিয়ায় আয়োজিত হয় মাস্টার সেফ প্রতিযোগিতা। এবারেরটি সিজন ১৩। জিতেছেন এক ভারতীয় বংশোদ্ঙূত জাস্টিন নারায়ণ। পুরস্কার হিসেবে পেয়েছেন ১ কোটি ৮০ লক্ষ টাকা। পরিবার-প্রিয়জনদের সঙ্গে গোটা ভারতকে গর্বিত করেছেন জাস্টিন।
রন্ধন এক শিল্প। ভালভাবে রেঁধে খাওয়ানোতেও এক অনন্য রসনাতৃপ্তি কাজ করে। আর কে বলেছে, হেঁশেল জায়গাটা কেবল নারীদের জন্য বরাদ্দ। হেঁশেলে কামাল করতে পারেন পুরুষরাও। তাই তো বড়-বড় রেস্তরাঁ ও হোটেলে শেফ একজন পুরুষই।
অন্যদিকে ভারতীয় খাবারের জয়জয়কার গোটা বিশ্বে। তার আরও একটি প্রমাণ মিলল এবারও। অস্ট্রেলিয়ার এই মাস্টার শেফ প্রতিযোগিতা জিতে নিলেন এক ভারতীয় বংশোদ্ঙূত শেফ। আরও দুই প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ে মনোনীত হয়েছিলেন। একজন কিশ্বর চৌধুরী, অন্যজন পিট ক্যাম্পবেল। জাস্টিন ও কিশওয়ার দুজনেই নানাবিধ ভারতীয় ও বাঙালি রান্নায় প্রতিযোগিতার বিভিন্ন পর্যায় মন জয় করেন বিচারকদের।
এবছর মাস্টার শেফ ১৩ সিজন নজর কাড়ে দর্শকের। বিশেষ করে ভারতীয় দর্শকের। জাস্টিন ও কিশ্বর ছাড়া আরও এক ভারতীয় অংশগ্রহণ করেছিলেন। তিনি দীপেন্দর ছিব্বর।
আরও পড়ুন: “ঘরে গিয়ে কাঁদি”; কেন বললেন গুল পানাগ?