Singer KK Dies: কনসার্ট শেষে কলকাতায় অসুস্থ গায়ক কেকে, হাসপাতালে মৃত ঘোষণা
Singer KK Dies: কলকাতায় আসার আগে নিজের ইনস্টাগ্রামে তিনি পোস্ট করে জানান, কলকাতায় আসছেন। দুটো কলেজের ফেস্টের জন্য তাঁর কলকাতায় আসা। ৩০ মে বিবেকানন্দ কলেজ, আর ৩১ মে গুরুদাস কলেজের অনুষ্ঠান ছিল।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী কেকে প্রয়াত। কলকাতার নজরুল মঞ্চে দুঘন্টা অনুষ্ঠান করে হোটেলে ফেরেন। সেখানে অসুস্থতা অনুভব করলে মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু। চলে গেলেন মাত্র ৫৪ বছর বয়সে। কলকাতায় আসার আগে নিজের ইনস্টাগ্রামে তিনি পোস্ট করে জানান, কলকাতায় আসছেন। দুটো কলেজের ফেস্টের জন্য তাঁর কলকাতায় আসা। ৩০ মে ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, আর ৩১ মে গুরুদাস কলেজের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাস কলেজের অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে যান। ধর্মতলার একটি পাঁচতারা হোটেলে ছিলেন। সেখানে পৌছে তিনি অসুস্থ হয়ে পড়েন। শোনা যায় মঞ্চে এসি ছিল না। ছিল অতিরিক্ত দর্শক। সেখানে তিনি একটানা অনুষ্ঠান করেন। কলেজ ইউনিয়নের দাবি অনুষ্ঠান শেষ করে বেরিয়ে আসার পর তিনি অসুস্থ হয়েছিলেন। ঠিক কী হয়েছিল! তা জানার জন্য রাত পোহালেই গায়কের দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে খবর। বুধবারই কলকাতায় আসছে পরিবার।
গতকাল কলকাতার এই সফরে প্রথম কেকে মঞ্চ মাতিয়েছিলেন। তাঁর অনুষ্ঠানের ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই পোস্ট দেখা মাত্রই গায়ক রূপঙ্কর বাগচীও একটি পোস্ট করে বসেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছিল গুঞ্জন। অনুষ্ঠানে কে কে-কে নিয়ে বাংলা মানুষের উন্মাদনা নেট মাধ্যমে দেখে তিনি বলেছিলেন, ‘‘কেকে সত্যিই খুব ভাল গায়ক। কিন্তু ওঁর লাইভ ভিডিয়ো দেখার পরে উপলব্ধি হল, কেকে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন বাংলার শিল্পীরা কোনও অংশে কম নন। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য— আমরা সবাই কেকের থেকে ভাল গান গাই!’’ যদিও সেই বিতর্ক এখন অতীত।
Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022
সব বিতর্কের অবসান ঘটিয়ে কেকে এখন চির ঘুমের দেশে। শোকে ডুবল আবারও গোটা দেশ। বছরের শুরু থেকেই সঙ্গীত জগতে তারকা পতনের সাক্ষী থাকছে ভারত। লতা মঙ্গেশকরকে হারানোর শোক এখনও দগদগে। তারপরই জীবনাবসান হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এবার আকষ্মিক মৃত্যু গায়ক কেকে-র। খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ার পাতা শোকজ্ঞাপনে ভরতে থাকে। মধ্যরাতেই টুইট করে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘কেকের আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ, তাঁর গানের মাধুর্যে বিস্তৃত আবেগ সকল বয়সের মনকে ছুঁয়ে যায়। তাঁর গান দিয়েই তাঁকে আমরা চিরস্মরণ করে রাখব।’ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদী কেকে-র আত্মার শান্তি কামনা করেন।
হিন্দিতে সলমন খান অভিনীত ‘টাইগার ৩’ ছবিতে প্রীতমের সুরে গাওয়া রয়েছে সম্ভবত তাঁর শেষ গান। বাংলাতেও তিনি গান গেয়েছেন। কোভিডের আগে ২০১৯ সালে দেব-রুক্মিণী অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিতে সুরকার স্যাভির সুরে ‘অ্যায় খুদা’ গানটি গেয়েছিলেন।